অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


লালমোহনে গাঁজা ও ইয়াবাসহ আটক- ৩


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে নভেম্বর ২০২৫ রাত ০৮:০৯

remove_red_eye

১১৬

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় গাঁজা ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন- পৌরসভার ১নং ওয়ার্ডের মফিজ উদ্দিন হাওলাদার বাড়ির মৃত আলী হোসেনের ছেলে মো. আল-আমিন (৩০), ৯নং ওয়ার্ডের অহিদুর রহমানের ছেলে মো. হাসান (৩৬) এবং তার সহযোগী ৭নং ওয়ার্ডের কলেজপাড়া এলাকার জেবল হকের ছেলে মো. নাঈম (৩২)। লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।

এ সময় আল-আমিনের কাছ থেকে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেট, হাসান ও তার সহযোগী নাঈমের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটকের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।


লালমোহন মোঃ ইয়ামিন