অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলা–বরিশাল সেতুর দাবিতে লালমোহনে শিক্ষার্থীদের মানববন্ধন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে নভেম্বর ২০২৫ রাত ০৮:০১

remove_red_eye

১১২

আকবর জুয়েল, লালমোহন: ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে লালমোহনে শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের গেট প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোড চৌরাস্তার মোড়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, “ভোলা–বরিশাল সেতু শুধু স্বপ্ন নয়, এটি ভোলাবাসীর ন্যায্য অধিকার। রক্তের বিনিময় হলেও এই সেতু নির্মাণ করতেই হবে।”

বক্তারা অভিযোগ করে বলেন, বহু বছর ধরে দ্বীপ জেলা ভোলার লাখো মানুষের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও যোগাযোগ ব্যবস্থা পিছিয়ে রয়েছে শুধুমাত্র স্থায়ী সেতুর অভাবে। বক্তারা আরও বলেন, "যারা লংমার্চসহ বিভিন্ন আন্দোলনে অংশ নিয়ে এই দাবীকে জাতীয়ভাবে তুলে ধরেছেন, তারা ভোলার সত্যিকারের সু -সন্তান এবং তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করি।

এছাড়া কিছু ব্যক্তির সহযোগিতা না করা এবং আন্দোলনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টার নিন্দা জানান বক্তারা। মানববন্ধনে লালমোহনের বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষার্থী, তরুণ সমাজ ও সাধারণ জনতা অংশগ্রহণ করেন। সকলেই দ্রুত ভোলা–বরিশাল সেতু বাস্তবায়নের দাবি জানান।


লালমোহন মোঃ ইয়ামিন