অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলার মানুষের প্রাণের দাবীগুলো বাস্তবায়নে চেষ্টা করে যাবো : নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে নভেম্বর ২০২৫ রাত ১১:০৪

remove_red_eye

৭৫

ভোলার সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

জুন্নু রায়হান : ভোলার নবাগত জেলা প্রশাসক ডা: শামীম রহমানের সাথে সাংবাদিকদের  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরেন। বিশেষ করে ভোলা- বরিশাল সেতু, গ্যাসের আবাসিক সংযোগ চালু, শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং নদী ভাঙ্গন প্রতিরোধে বালু দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। এসময় সংবাদকর্মীরা ভোলা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক ডিডিএলজি মোঃ মিজানুর রহমানের প্রশংসা করে বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর ভোলা পৌরসভার দৃশ্যমান উন্নয়ন হয়েছে। এজন্য সাংবাদিকরা তাকে ধন্যবাদ জানান। 
এসময় জেলা প্রশাসক ডা. শামীম রহমান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি এখন থেকে আপনাদের ভোলারই মানুষ। আমি যতদিন এখানে আছি তত দিন ভোলার উন্নয়নে কাজ করে যাবো। আপনাদের জন্য চেষ্টা করবো। ভোলাবাসীর জন্য চেষ্টা করবো।  ভোলার মানুষের প্রাণের দাবিগুলো বাস্তবায়নে চেষ্টা করে যাবো। জেলা প্রশাসক আরও বলেন, “জেলা প্রশাসক মন্ত্রীপরিষদ বিভাগের অধিনে কাজ করেন। যেহেতু আমি মন্ত্রী পরিষদ থেকে এসেছি তাই আপনাদের দাবিগুলো মন্ত্রী পরিষদে পাঠানো আমার জন্য সহজ হবে। আমি শতভাগ চেষ্টা করবো ভোলার উন্নয়নে কার করতে। 
এসময় উপস্থিত ছিলেন, ভোলা পৌর প্রকাশক মো.মিজানুর রহমান, অতিরিক্ত জেলা শিক্ষা ও আইসিটি অনিন্দ্য মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিবুল ইসলামসহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, দৈনিক বাংলার কণ্ঠ পত্রিকার প্রধান বার্তা সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক জুন্নু রায়হান, দৈনিক লাল সূর্য পত্রিকার সম্পাদক মোতাছিন বিল্লাহ, দৈনিক দক্ষিণ প্রান্তের সম্পাদক নজরুল হক অনু, প্রবীণ সাংবাদিক আব্দুল বারেক নান্নু, মোকাম্মেল হক মিলন,  আজকের ভোলার নির্বাহী সম্পাদক শাহদাত শাহিন,  সমকাল ও সময় টেলিভিশন এর স্টাফ রিপোর্টার নাসির লিটন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ওমর ফারুক, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি নেয়ামতউল্ল্যাহ, সাংবাদিক শিমুল চৌধুরী, মেজবাহ উদ্দিন শিপু, কামরুল ইসলাম, কামরুল হাসান, ইউনুছ শরীফসহ শতাধিক গণমাধ্যমকরর্মী উপস্থিত ছিলেন।


ভোলা সদর ভোলা জেলা মোঃ ইয়ামিন