অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


শিক্ষা বিস্তারে মেজর অবঃ হাফিজের অবদান নিয়ে মতবিনিময় সভা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৬

remove_red_eye

১৬৭

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহনে মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের অবদান এবং উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে লালমোহন উপজেলার আশ্রাফনগর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আলোচনা করেন লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন। 
মেজর অব : হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে এসময় মো. আলমগীর হোসেন বলেন, মেজর হাফিজ উদ্দিন শুধু ভোলার নয়, পুরো বাংলাদেশের সম্পদ। তিনি ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়। সচ্ছলতায় শিখরগড়া বৃক্ষ। এ রকম সৎ, যোগ্য, প্রাজ্ঞ রাজনীতিবিদ খুঁজে পাওয়া কঠিন। আগামী সংসদ নির্বাচনে মেজর  অবঃ হাফিজ উদ্দিন কে নির্বাচিত করতে শিক্ষক কর্মচারীদের সক্রিয় সহযোগিতা চেয়েছেন এই সাধারণ সম্পাদক।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মোছলে উদ্দিন, গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিন মনু, রায়চাঁদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, আশ্রাফ নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান কামরুলসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ আরো অনেকে।


লালমোহন মোঃ ইয়ামিন