অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় কমিউনিটি ভিত্তিক শিক্ষা নিয়ে কর্মশালা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২০

remove_red_eye

৮৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার ধনিয়া ইউনিয়নে কমিউনিটিভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্রধান প্রধান সমস্যা চিহ্নিত করা এবং শিশু, নারী ও যুবদের জন্য প্রয়োজনীয় সুবিধা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) ধনিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)–এর আয়োজনে গন স্বাক্ষরতা অভিযান এর সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ, শিক্ষা–সংক্রান্ত প্রতিবন্ধকতা শনাক্তকরণ এবং এসব বিষয়ে এডভোকেসি কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ধনিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোরশেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রকিবুল হাসান। অনুষ্ঠানের সভাপতি জিজেইউএস–এর উপপরিচালক এডভোকেট গোপাল চন্দ্র শীল। বক্তব্য রাখেন ধনিয়া ইউনিয়ন ওয়াচ কমিটির সভাপতি হেলাল উদ্দিন বিপ্লব সহ আরো অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিজেইউএস এর প্রিন্সিপ্যাল অফিসার মো. আলমগির হোসেন।
কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক, কিশোর কিশোরী ও যুব প্রতিনিধি কর্মশালায় অংশ নেন। আলোচনায় উঠে আসে সমস্যার পাশাপাশি কমিউনিটির নিজস্ব উদ্যোগে শিক্ষাসংক্রান্ত উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার সম্ভাবনাও। কর্মশালায় চিহ্নিত সমস্যাগুলো নিয়ে পরবর্তী ধাপে তথ্যভিত্তিক এডভোকেসি, নীতিগত সুপারিশ ও স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।


ভোলা সদর মোঃ ইয়ামিন