অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় শীতার্তদের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসকের কাছে ৪৫০টি কম্বল হস্তান্তর


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই নভেম্বর ২০২৫ রাত ১০:২৪

remove_red_eye

৮৯

কামরুল ইসলাম : দারিদ্র সুবিধা বঞ্চিত শীতার্থ মানুষের মাঝে প্রতি বছরের ন্যায়  এ বছর কম্বল বিতরণের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা আশার পক্ষ থেকে সাড়ে ৪ শত পিচ কম্বল ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালকের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার দুপুরে আশা’র ডিষ্ট্রিক ম্যানেজার মফিজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ৪৫০টি কম্বল জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ মিজানুর রহমানের কাছে হস্তান্তর করেন। 
এসময় উপস্থিত ছিলেন , আশার জেলা সিনিয়র এরিয়া ম্যানেজার  মোঃ জাকির হোসেন, ভোলা সদর সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মনির হোসেনসহ অন্যান্য কর্মীবৃন্দ ও জেলার বিভিন্ন  প্রসাশনিক দপ্তরের কর্মকর্তাগন।

এসব কম্বল ভোলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় অসহায় ছিন্নমূল মানুষের মাঝে বিতরণ করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। 


ভোলা সদর মোঃ ইয়ামিন