বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই নভেম্বর ২০২৫ রাত ১০:০৭
৯১
মোঃ মহিউদ্দিন : সোমবার সকাল ১০টায় ভোলা জেলা প্রশাসকের সভা কক্ষে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আয়োজিত লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (KOICA)-এর অর্থায়নে এবং ইউনিসেফের সহযোগিতায় পরিচালিত অল্টারনেটিভ লার্নিং প্রোগ্রাম (ALP) ভোলা জেলাসহ দেশের চারটি জেলায় বাস্তবায়িত হচ্ছে। বাজারে প্রচলিত হস্তান্তরযোগ্য দক্ষতা অর্জনের মাধ্যমে সবচেয়ে সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীদের ক্ষমতায়নের লক্ষ্যে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত পরিচালিত কার্যক্রমের অগ্রগতি ও অভিজ্ঞতা বিনিময় করা হয় সভায়।
সভায় সভাপতিত্ব করেন ইএসডিওর সহকারী প্রোগ্রাম ম্যানেজার জিনাত আরা বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান, যিনি অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি চাকুরিদাতা ও চাকুরিপ্রাপ্তদের অভিজ্ঞতা তুলে ধরে জীবন পরিবর্তনের গল্প নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন অ্যাসিসট্যান্ট মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার মো. রনি হোসেন।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অনিন্দ্য মণ্ডল, ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান, সহকারী কমিশনার (সাধারণ শাখা) মোহাম্মদ আজম, সহকারী কমিশনার (শিক্ষা শাখা) সাইয়েদ মাহমুদ বুলবুল, জেলা তথ্য কর্মকর্তা মো. শাহ আবদুর রহিম নূরনবি, তথ্য আপা আফনান হক সহ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন এএলপি সেন্ট্রাল মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন এবং ইএসডিও এএলপি’র সকল উন্নয়ন কর্মী।
প্রকল্প ম্যানেজার ও হেড অব টিভেট মো. শাহরিয়ার মাহমুদের দিক নির্দেশনায় সহকারী প্রোগ্রাম ম্যানেজার জিনাত আরা বিশ্বাস বলেন, “ইউনিসেফের অংশীদারিত্বে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে ঝরে পড়া ১৫-২৪ বছর বয়সী প্রান্তিক কিশোর-কিশোরীদের বাজারভিত্তিক দক্ষতায় প্রশিক্ষণ দিতে আমরা দেশের সাতটি জেলায় অখচ বাস্তবায়ন করছি। কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি PSEA, Safeguarding, জীবন দক্ষতা এবং সরকারি হটলাইনের ব্যবহার বিষয়ে আমরা নিয়মিত সচেতনতামূলক প্রশিক্ষণ দিয়ে আসছি।”
তিনি আরও জানান, ১৯৮৮ সাল থেকে ইএসডিও জীবিকা, দক্ষতা উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন, পুষ্টি এবং মাতৃস্বাস্থ্যসহ বিভিন্ন খাতে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি “সকল বৈষম্যমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ” গড়ার লক্ষ্যে কাজ করে চলেছে।
তারেক রহমান দুটি আসনে নির্বাচন করছেন, ঢাকা–১৭ ছেড়ে ভোলায় যাচ্ছেন আন্দালিভ পার্থ
ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আন্দালিভ রহমান পার্থ
সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন
গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে ‘ভোটের গাড়ি’
ভোলা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিতে লালমোহনে আসছেন মেজর (অব:) হাফিজ
ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন
আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা
ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক