অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


গোলাম নবী আলমগীর এমপি হলে দেখা করতে কারো সুপারিশ লাগবে না : আকবর হোসেন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই নভেম্বর ২০২৫ রাত ০৮:১৮

remove_red_eye

১১৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর-১ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর কে যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন। তাহলে একজন ভদ্র এমপি পাবেন, সৎ এমপি পাবেন এবং আপনার কোন প্রয়োজনে দেখা করতে চাইলে টোকেন দিয়ে বা কারো মাধ্যমে দেখা করা লাগবে না। 
মাধ্যম ছাড়াই আপনার প্রয়োজনে দেখা করতে চাইলে গোলাম নবী আলমগীর কে নির্বাচিত করবেন। একজন সৎ এবং ভোলার উন্নয়নে দূর্নীতিবাজ মুক্ত জনপ্রতিনিধি চাইলে ধানের শীষে ভোট দেওয়া আমাদের দায়িত্ব বলে মন্তব্য করেছেন জেলা জিয়া পরিষদের সদস্য সচিব মোঃ আকবর হোসেন।
১৭ই নভেম্বর বিকালে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন জিয়া পরিষদের আহ্বায়ক কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যতে একথা বলেন তিনি। 
সাবেক এ ছাত্রনেতা বলেন, আমাদের নেতা আলমগীর হাজী ভদ্র মানুষ, আমরা ও ভদ্রতার রাজনীতি করি তবে ধানের শীষের বেলায় আমরা আপোষহীন। আমাদের লক্ষ্য উদ্দেশ্য আগামী সংসদ নির্বাচন ভোলা সদর আসন থেকে আলহাজ্ব গোলাম নবী আলমগীর কে বিপুল ভোটে নির্বাচিত করে ভোলার মানুষের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠানো।  
আকবর হোসেন উপস্থিত নেতাদের নির্দেশনা দিয়ে বলেন, আজ থেকে বাড়ীতে বাড়ীতে যাবেন, ধানের শীষের ভোট চাইবেন এবং আলহাজ্ব গোলাম নবী আলমগীর এর সালাম পৌঁছে দিবেন ঘরে ঘরে। 
আবদুল কাদের মনু মোল্লার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জিয়া পরিষদের জেলা যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম সোহাগ, কামরুল হাসান, মিলন হাওলাদার, আবদুল হালিম, কামরুল হাসান, পিন্স মাতাব্বর, আমির হোসেন।
অনুষ্ঠান শেষে মোস্তফা ভুট্রু কে আহ্বায়ক ওমর ফারুক কে সদস্য সচিব কে ৬১ সদস্য কমিটি ঘোষণা করা হয়।


ভোলা সদর ভোলা জেলা মোঃ ইয়ামিন