অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলা জেলা জিয়া সাইবার ফোর্স কমিটি গঠন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৮

remove_red_eye

৩৩৪

আকিব জাবেদ আহবায়ক,   বাপ্পি সদস্য সচিব 

এইচ আর সুমন : বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সাইবার ফোর্স - জেড সি এফ  কেন্দ্রীয় কমিটি কর্তৃক ভোলা জেলা জিয়া সাইবার ফোর্স১২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে । 
আকিব জাবেদ চৌধুরী কে আহ্বায়ক ও আরাফাত হোসেন বাপ্পীকে সদস্য সচিব করে গত ১৬ই নভেম্বর রোববার
এই কমিটির অনুমোদিত স্বাক্ষর করেন, জিয়া সাইবার ফোর্স - জেড সি এফ  কেন্দ্রীয় কমিটির প্রধান সমনায়ক ওয়াহিদ বিন নবী, চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ ফাইজাল, ও মহাসচিব সফিকুল ইসলাম।
এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ মহসিন সবুজ, যুগ্ন আহবায়ক জাহিদুর রহমান, ইব্রাহিম শামীম, সুজন বয়াতি, আতিফ আহমেদ আরিফ,  সদস্য ইমাম হোসাইন, লিমন চৌধুরী, কামরুল ইসলাম, মনির হোসেন, মেহেদী হাসান বিক্রম।
আগামী ৩০ দিনের মধ্যে ভোলা জেলা জিয়া সাইবার ফোর্স দলের  পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি করে কেন্দ্রীয় কমিটিতে জমা দেওয়ার নির্দেশ দেন, এবং ৬০ দিনের মধ্যে   ভোলা জেলা অধীনস্থ সকল শাখা  সমূহের আহ্বায়ক কমিটির গঠনের নির্দেশ প্রদান করেন কেন্দ্রীয় কমিটি।
নবগঠিত ভোলা জেলা জিয়া সাইবার ফোর্স - জেড সি এফ  এর আহ্বায়ক জানান, জিয়া সাইবার ফোর্স অত্যন্ত শক্তিশালী একটি অফলাইন এবং অনলাইন জাতীয়তাবাদী সংগঠন। বিগত ১৬ বছর আওয়ামী ফ্যাসিস্ট এর বিরুদ্ধে আমি অনলাইনে অত্যন্ত সক্রিয় ছিলাম। তথ্যপূর্ণ বিভিন্ন আর্টিকেল এর মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্টদের রূপ আমি উন্মোচন এর প্রচেষ্টা চালিয়েছি। জিয়া সাইবার ফোর্স আমার বিগত দিনের কার্যক্রমের মূল্যায়ন করেছে। এতে আমি আনন্দিত। এই সংগঠনটিকে ভোলা জেলায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল ধরনের গঠনমূলক কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।


ভোলা জেলা মোঃ ইয়ামিন