অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৭শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক লিটনের পিতার মৃত্যু ।। জেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫২

remove_red_eye

২৩২

এইচ আর সুমন: ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক লিটন সিকদারের পিতা আবুল কাশেম মিয়া আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

সোমবার সকাল ৯টায় বোরহান উদ্দিন পৌরসভার ৪ নং ওয়ার্ডস্থ নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণাগ্রাহী রেখে গেছেন।

সোমবার বিকেলে বোরহানউদ্দিন ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুম আবুল কাশেম মিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভোলা জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ ও সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরী রবিন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন— আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং পরিবারকে এই শোক সইবার শক্তি প্রদান করেন। আমিন।


ভোলা সদর বোরহানউদ্দিন ভোলা জেলা মোঃ ইয়ামিন