অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে ১৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৮

remove_red_eye

১৫৫

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন প্রতিনিধি: রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ১৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় চরফ্যাশন উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসারের কার্যালয় কর্তৃক আয়োজীত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি। কৃষি অফিসার নাজমুল হুদার সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামাল গোলদার প্রমুখ। 
বক্তারা বলেন, সরকারী প্রণোদনার উন্নত জাতের বীজ যা বাজার মূল্যের চেয়ে প্রায় দ্বিগুণ দামে কিনে সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেরকে বিনামূল্যে দিচ্ছে। সরকারী এ প্রণোদনা স্বচ্ছভাবে বিতরণ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।
সূত্রে জানা গেছে উপজেলার মোট ১ লক্ষ ২২ হাজার ৮শ ৪টি কৃষক পরিবারের মধ্যে ১২ হাজার ৮শ ৭০ জন কৃষক বিনামূল্যে সরকারী কৃষি প্রণোদনার গম,সরিষা,সূর্যমুখী সূর্যমুখী (হাইব্রিড) , চীনাবাদাম, সয়াবিন, মুগ,মসুর,খেসারী,ফেলন বীজ পাচ্ছেন।

মোঃ ইয়ামিন চরফ্যাসন