অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় ছাত্রশিবিরের প্রতিনিধি সমাবেশে যোগ দিতে আজ আসছেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই নভেম্বর ২০২৫ সকাল ০৮:৪৩

remove_red_eye

৮৫

মোঃ মুরাদ শিকদার : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিনিধি সমাবেশকে ঘিরে ভোলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

আজ ১৭ নভেম্বর (সোমবার)  দুপুর ২ টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভোলা আসছেন।

আয়োজক সূত্রে জানা গেছে, জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শাখা পর্যায়ের প্রতিনিধিরা সমাবেশে অংশ নেবেন। সমাবেশে কেন্দ্রীয় সভাপতি সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি, দায়িত্বশীলদের করণীয়, শিক্ষার্থীদের নৈতিক উন্নয়ন এবং চলমান কর্মসূচির দিকনির্দেশনা তুলে ধরবেন।

ইতোমধ্যে সমাবেশকে সফল করতে সকল প্রস্তুতি শেষ করেছে ভোলা জেলা শিবির। দুপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই প্রতিনিধি সমাবেশকে কেন্দ্র করে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে, আয়োজকরা সমাবেশের সার্বিক চিত্র পাঠকদের কাছে তুলে ধরতে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের উপস্থিত থেকে সংবাদ কভার করার অনুরোধ জানিয়েছেন।


ভোলা জেলা মোঃ ইয়ামিন