অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৭শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরার মাদক আসক্তদের আড্ডা ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের মানববন্ধন


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৬

remove_red_eye

১২৫

মোঃ সজীব মোল্লা, মনপুরা : ভোলার মনপুরায় সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা, বহিরাগত মাদক আসক্তদের আড্ডা ও ইভটিজিং প্রতিরোধে বিদ্যালয়ের চারপাশে পাকা দেওয়াল ও গেট নির্মাণের দাবিতে মানববন্ধন করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এই সময় শিক্ষার্থীদের সাথে অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীরা মানববন্ধনে অংশগ্রহন করে।
রবিবার দুপুর ২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ৩ শতাধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকরাসহ স্থানীয়রা এই মানববন্ধন কর্মসূচি পালন করে। 
মানববন্ধনে অংশগ্রহন করা বিদ্যালয়ের শিক্ষার্থী মারজানা আক্তার, আফিয়া সুলতানা, একরামুল কবির সহ একাধিক শিক্ষার্থীরা জানান, সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের চারপাশে সুরক্ষা দেওয়াল না থাকায় বহিরাগতরা বিদ্যালয়ে এসে ধূমপান করে, মেয়েদের উত্ত্যক্ত করে। বিদ্যালয়ের সাথে থাকা সড়কে দাঁড়িয়ে বখাটে ছেলেরা মেয়ে শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে ইভটিজিং করে । এই সমস্ত ইভটিজিং এর ভয়ে অনেক মেয়ে শিক্ষার্থী স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। এই সময় শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাসে পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য বিদ্যালয়ের চারপাশে দেয়াল নির্মাণের দাবী করেন।

এই ব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কামিটির সভাপতি আঃ রহমান বলেন, দেয়াল না থাকায় বহিরাগতরা স্কুলে প্রবেশ করে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিচ্ছে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এই ব্যাপারে সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন বলেন, স্কুলে সুরক্ষা দেওয়াল না থাকায় রাতে স্কুলে মাদকসেবীদের আড্ডা বসে। দিনে বহিরাগতরা স্কুলে পাশে রাস্তা দাঁড়িয়ে ইভটিজিং করে। এতে স্কুলে পড়া-লেখার পরিবেশ বিঘ্ন ঘটছে। তাছাড়াও মেয়ে শিক্ষার্থীদের সংখ্যা কমে যাচ্ছে। বিদ্যালয়ের চারপাশে দেয়াল নির্মাণের জন্য শিক্ষা দপ্তরে কয়েক বার আবেদন করেও এর কোন সাড়া পাইনি ।
মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।


মনপুরায় মোঃ ইয়ামিন