অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন পেলেন বোরহানউদ্দিনের ১৫জন অস্বচ্ছল নারী


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই নভেম্বর ২০২৫ রাত ০৮:১৬

remove_red_eye

১৭৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : উপকূলীয় এলাকার অস্বচ্ছল নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ করে দিতে দ্বীপজেলা ভোলার বোরহানউদ্দিন উপজেলার ১৫জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপের সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ। আজ শনিবার (১৫ নভেম্বর) বোরহানউদ্দিন উপজেলা পরিষদ হলে রুমে বিনামূল্যে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। এর আগে গত তিন মাস ধরে এ সকল নারীদের সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়। সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুজ্জামান।
বসুন্ধরা শুভ সংঘের বোরহানউদ্দিন উপজেলার সভাপতি মো. আবুল বাশারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিমের সঞ্চালয় বক্তব্য দেন বসুন্ধরা শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, বোরহানউদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, বাংলাদেশ প্রতিদিনের ভোলা প্রতিনিধি জুন্নু রায়হান, পৌরসভা বিএনপির সহসভাপতি সাইদুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু, পৌরসভা যুবদলের সদস্য সচিব আবু জাফর মৃধা, বসুন্ধরা শুভ সংঘের ভোলা জেলা সভাপতি মো. শাফায়েত হোসেন সিয়াম, ছাত্র প্রতিনিধি মাহফুজুর রহমান আকাশ, জুনায়েদ আহমেদ, সিয়াম প্রমুখ।
সেলাই মেশিন পেয়ে নাছিমা বেগম বলেন, আমার স্বামী একজন রিকশাচালক। তার আয়ের টকায় এক ছেলে এক মেয়েকে পড়ালেখার পাশাপাশি সংসারের খরচ চলাতে অনেক কষ্ট হয়। বসুন্ধরা শুভ সংঘের সেলাই প্রশিক্ষণ ও মেশিন পেয়ে আমি খুবই আনন্দিত। আমি এর মাধ্যমে বাড়তি আয় করে সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারবো। তাই আমি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ এর সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।


 ময়না বেগম বলেন, আমার বাবা একজন দিনমজুর। পরিবারের অভাবের কারনে পড়ালেখা করতে পারি নাই। ছোটবেলা থেকেই সংসারে অভাব দেখে আসছি। বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন পেয়ে আশা করছি পরিবারের অভাব দূর করতে পারবো। আর যারা আমাদের জন্য এ সুযোগ তৈরী করে দিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুজ্জামান বলেন, একজন মানুষকে স্বাবলম্বী করতে হলে প্রথমে তাকে যেকোনো কাজের উপর প্রশিক্ষণ দিতে হয়। আর প্রশিক্ষণের পাশাপাশি তাকে সাপোর্ট দিতে হয়। বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই, তারা যথাযথভাবেই ওই কাজটি করেছে। অস্বচ্ছল নারীদেরকে তিনমাস প্রশিক্ষণ দিয়েছ। তারপর তাদের প্রত্যেককে একটি করে সেলাই মেসিন উপহার দিয়েছে। গ্রামীণ অস্বচ্ছল নারীরা এই সেলাই মেসিন দিয়ে নিজেদের পরিবারকে স্বাবলম্বী করে তুলবে।  তিনি আরও বলেন, দ্বীপজেলা ভোলার বেশিরভাগ মানুষ নদীতে মাছ ধরে। বছরের অনেক সময় নদীতে মাছ ধরা বন্ধ থাকে, তখন জেলেদের আয়ের পথ বন্ধ থাকে। এই সেলাই মেসিন পাওয়ায় জেলে পরিবারগুলোর নারীরা ওই সময়টাতে পরিবারের পাশে দাঁড়াতে পারবে। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন,  দেশের উন্নয়নের মূল শর্ত হচ্ছে দেশের প্রতিটি মানুষের স্বাবলম্বী করে তোলা। এ লক্ষে সরকারের বেশ কিছু কার্যক্রম রয়েছে। সরকারের পাশাপাশি দেশের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ এই কাজটি করায় তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। 
বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে একজন নারী স্বাবলম্বী হলে একটি পরিবার স্বাবলম্বী হয়, একটি পরিবার স্বাবলম্বী হলে একটি উপজেলা স্বাবলম্বী হয় আর এভাবেই একটি দেশ জাতি স্বাবলম্বী হয়ে ওঠে। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বোরহানউদ্দিন উপজেলায় ১৫ জন নারীকে সেলাই মেসিন উপহার দিয়েছে।  এতে পরিবারগুলো স্বাবলম্বী হয়ে উঠবে।


বোরহানউদ্দিন মোঃ ইয়ামিন