বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই নভেম্বর ২০২৫ বিকাল ০৩:১৬
১৩৪
তিন উপদেষ্টার সম্ভাব্য স্থান পরিদর্শন
বাংলার কণ্ঠ প্রতিবেদক : বৈদেশিক মুদ্রার সাশ্রয় ও দেশে ইউরিয়া সারের ঘাটতি পূরণের লক্ষে ভোলায় সার কারখানা নির্মানের উদ্যোগ নিচ্ছে সরকার। ইতো মধ্যেই সেই সার কারখানা স্থাপনের জন্য কার্যক্রম শুরু করেছে। শুক্রবার দুপুরে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় প্রস্তাবিত ইউরিয়া সার কারখানার দুটি সম্ভাব্য স্থান সরকারের তিন উপদেষ্টা একযোগে সরেজমিন পরিদশর্ন করেন। এয়াড়াও ভোলার সম্ভাবনা শিল্পকে কাজে লাগাতে স্থানীয় প্রশাসন ও পেশাজীবীদের সাথে মতবিনিময় সভায় সম্ভাব্যতা তুলে ধরে বিভিন্ন দিক নির্শনা দেন।
শুক্রবার সকালে ভোলায় আসেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দীন। দিনভর তারা ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট এলাকা এবং বাফার গোডাউন নির্মাণস্থল, বিসিক লিল্পনগরী ও শাহবাজপুর গ্যাসক্ষেত্র পরিদর্শন করেন।
বিকালে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে জেলা প্রশাসক মো. আজাদ জাহানের সভাপতিত্বে ‘ভোলা জেলায় অর্থনৈতিক উন্নয়ন’ সংক্রান্ত মতবিনিময় সভা করেন। এতে ভোলা জেলা বিএনপির আহবায়ক ও ভোলা-১ আসনের বিএনপির মনোনিত প্রার্থী গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরণ,এনামুল হকসহ প্রশাসনিক কর্মকতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতবৃন্দ ও সাংবাদিক,বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন। সভায় সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন তিন উপদেস্টা।
সরজমিন পরিদর্শন শেষে শিল্প ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান সাংবাদিকদের বলেন, “ভোলায় প্রচুর গ্যাস রয়েছে। দেশের অন্য কোথাও এভাবে গ্যাস পাওয়া যাচ্ছে না। ভোলার এই গ্যাস আমরা দেশের কাজে লাগাবো। ভোলার গ্যাস ব্যবহার করে ভোলাতেই ইউরিয়া সার কারখানা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) চলছে।” উপদেষ্টা জানান, ভোলায় সার কারখানা স্থাপনের জন্য ইতোমধ্যে দুটি জায়গা পরিদর্শন করা হয়েছে। আশা করা হচ্ছে, এই প্রকল্প বাস্তবায়নে জমি অধিগ্রহণের প্রয়োজন হবে না। সরকারি জমিতেই কারখানা স্থাপনের চেষ্টা চলছে। তিনি আরও জানান, দেশের জন্য ৩৪টি বাফার গোডাউনের পরিকল্পনা রয়েছে, যার একটি ভোলায় নির্মাণাধীন। এর উন্নয়নকাজ পরিদর্শন করতেই তাদের এই সফর। ইতোমধ্যে প্রকল্প এলাকা ড্রেজিং ও মাটি ভরাটের কাজ শুরু হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর এই কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
পরিদর্শন শেষে উপদেষ্টা জানান, প্রকল্প পরিচালক এবং প্রকৌশলীদের কাছ থেকে কাজের অগ্রগতি, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং সময়সীমা সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে। ২০২৭ সালের মধ্যে বাফার গোডাউনের কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, “আমাদের মনিটরিং অব্যাহত থাকবে। চেষ্টা থাকবে যাতে অপ্রয়োজনে জমি অধিগ্রহণ করতে না হয়। সরকারি জমিই আগে বিবেচনায় আনা হবে। ভোলার জমি ব্যবহার করেই কাজটি সম্পন্ন করতে চাই। দেশের উন্নয়নে ভোলার গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
“ভোলায় প্রচুর গ্যাস রয়েছে। দেশের অন্য কোথাও এভাবে গ্যাস পাওয়া যাচ্ছে না। ভোলার এই গ্যাস আমরা দেশের কাজে লাগাবো। ভোলার গ্যাস ব্যবহার করে ভোলাতেই ইউরিয়া সার কারখানা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) চলছে।” উপদেষ্টা জানান, ভোলায় সার কারখানা স্থাপনের জন্য ইতোমধ্যে দুটি জায়গা পরিদর্শন করা হয়েছে। আশা করা হচ্ছে, এই প্রকল্প বাস্তবায়নে জমি অধিগ্রহণের প্রয়োজন হবে না। সরকারি জমিতেই কারখানা স্থাপনের চেষ্টা চলছে। তিনি আরও জানান, দেশের জন্য ৩৪টি বাফার গোডাউনের পরিকল্পনা রয়েছে, যার একটি ভোলায় নির্মাণাধীন। এর উন্নয়নকাজ পরিদর্শন করতেই তাদের এই সফর। ইতোমধ্যে প্রকল্প এলাকা ড্রেজিং ও মাটি ভরাটের কাজ শুরু হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর এই কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
পরিদর্শন শেষে উপদেষ্টা জানান, প্রকল্প পরিচালক এবং প্রকৌশলীদের কাছ থেকে কাজের অগ্রগতি, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং সময়সীমা সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে। ২০২৭ সালের মধ্যে বাফার গোডাউনের কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, “আমাদের মনিটরিং অব্যাহত থাকবে। চেষ্টা থাকবে যাতে অপ্রয়োজনে জমি অধিগ্রহণ করতে না হয়। সরকারি জমিই আগে বিবেচনায় আনা হবে। ভোলার জমি ব্যবহার করেই কাজটি সম্পন্ন করতে চাই। দেশের উন্নয়নে ভোলার গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ভোলার গ্যাস দিয়ে ভোলায় শিল্প কারখানা করা হবে। বাইরে নেয়া হবে না। সে কারণেই আমরা তিন উপদেষ্টা সরেজমিনে এসেছি। এখানে সার কারখানা হবে, বেসরকারি শিল্প কারখানা, অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। বিসিককে সচল করা হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দীন বলেন, শিল্প প্রতিষ্ঠানের জন্য শুধু গ্যাসই যথেষ্ট নয়। এখানে শিল্পের সক্ষমতা তৈরি করতে গেলে আরও অনেক কিছুর প্রয়োজন। শিল্পের জন্য একটা বাজার দরকার হয়। মেটারিয়ালের দরকার হয়, শ্রমিকের দরকার হয়। ভোলায় বিনিয়োগ সক্ষমতা দিয়ে যথেষ্টা সুযোগ আছে। এ জন্য বিনিয়োগের প্রয়োজন।
প্রস্তাবিত সার কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা ১ হাজার ৭০০ মে, টন। প্রয়োজনীয় দৈনিক প্রাকৃতিক গ্যাসের পরিমান ৪০ থেকে ৫০ এমএমসিএফ। নির্মাণের জন্য জমি লাগবে প্রায় ৩শ’ একর। ২০২৭ এর ডিসেম্বর থেকে কাজ শুরু করে ২০২৩০ সালের ডিসেম্বর শেষ করার সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করা হয়। প্রাথমিক ব্যায় ধরা হয়েছে ১৬ হাজার কোটি টাকা।
সভাসূত্রে জানা যায়, ৫লক্ষ মেট্টিক টন সার আমদানি করতে ২ হাজার ৭৫০ কোটি টাকা ব্যয় হয়। ভোলায় কারখানা স্থাপন করা হলে উৎপাদন বাবদ খরচ হবে ১ হাজার ৮শ’ কোটি টাকা। এতে প্রায় ৯৫০ কোটি টাকা সাশ্রয় হবে।
এদিকে বাপেক্সের তথ্য অনুযায়ী ভোলা জেলার গ্যাস ফিল্ডসমূহের ২ দশমিক ২৪ ট্রিলিয়ন কিউবিক ফিট (টিসিএফ) গ্যাস মজুদ রয়েছে। এর মধ্যে বর্তমানে প্রতিদিন ১৮২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলণ করা সম্ভব। চাহিদার বিপরীতে বর্তমানে ৭২ থেকে ৭৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে। নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের বিষয় বিবেচনা করে ভোলায় বার্ষিক ৫ দশমিক ৬১ মে. টন ( দৈনিক ১৭০০ মে.টন) উৎপাদন ক্ষমতার একটি ইউরিয়া সার কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। যার প্রাথমিক সম্ভাব্যতা যাচাই শেষে প্রস্তাব শিল্প মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, চলতি অর্থ বছর দেশে ইউরিয়া সারের চাহিদা ছিল ২৭ লক্ষ মেট্টিক টন। তার মধ্যে দেশে উৎপাদন হয়েছে ১১ লক্ষ ২৩ মেট্টিক টন। বিদেশ থেকে আমদানী করা হয়েছে প্রায় ১৬ মেট্টিক টন। দেশের মোট চাহিদার মধ্যে উপকূলীয় এলাকার চাহিদা ছিল প্রায় ৫ লক্ষ মেট্টিক টন।
ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন
আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা
ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান
বাবার সঙ্গে ভোটার হচ্ছেন জাইমা রহমান
ঢাকা-১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান: ইসি সচিব
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
মাঠেই হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ
বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন পেলেন রাশেদ খান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক