অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১৪ই নভেম্বর ২০২৫ | ৩০শে কার্তিক ১৪৩২


ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৬

remove_red_eye

৪২

মোঃ মহিউদ্দিন : ভোলা জেলার মানুষ আজ এক নামেই আস্থা খুঁজে পায় মো. আজাদ জাহান। যিনি শুধু একজন প্রশাসক নন, বরং মানবতার মশালবাহী এক অনন্য প্রেরণার প্রতীক। তাঁর অফিসের দরজা সর্বদা খোলা সাধারণ মানুষের জন্য, তাঁর হৃদয় যেন এক অনন্ত আশ্রয় যেখানে অভাবী, অসহায়, পঙ্গু কিংবা জটিল রোগে আক্রান্ত কোনো মানুষ সাহায্যের আশায় গেলে খালি হাতে ফিরে আসতে হয় না।

মানবতার মূর্ত প্রতীক ভোলায় জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি প্রমাণ করেছেন—প্রশাসন মানে কেবল আদেশ নয়, বরং সেবা ও সহানুভূতি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দরিদ্র ও অসহায় মানুষ তাঁর অফিসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে সাহায্যের আশায়। কিন্তু কেউ ফেরে না নিরাশ হয়ে। বৃদ্ধ-বৃদ্ধা,শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী কিংবা পঙ্গু—সবার পাশে থাকেন এই মানবিক প্রশাসক। তিনি শুধু অর্থ সাহায্যই দেন না; দেন আশ্বাস, সাহস ও জীবনের প্রতি নতুন আস্থা। প্রশাসনিক সাফল্যের উজ্জ্বল অধ্যায় ভোলায় দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি প্রশাসনের প্রতিটি শাখায় এনেছেন কর্মনিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সংস্কৃতি।

শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, সামাজিক নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা—সবখানেই তাঁর দৃঢ় নেতৃত্ব ও দূরদৃষ্টি ভোলাকে করেছে আলোকিত। প্রান্তিক জনপদে ঘুরে তিনি দেখেছেন মানুষের বাস্তব চিত্র, শুনেছেন কষ্টের গল্প—ফলে তাঁর প্রতিটি সিদ্ধান্তই হয়েছে বাস্তবমুখী ও জনগণের কল্যাণে নিবেদিত। বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র শীতার্ত মানুষ যখন হতাশায় ভেঙে পড়ে, তখন দেখা যায় তিনিই ত্রাণ সারিতে দাঁড়িয়ে, জনগণের পাশে, হাতে হাত রেখে সহমর্মিতার উষ্ণতা ছড়াচ্ছেন। মানুষের জেলা প্রশাসক ভোলার মানুষ তাঁকে ভালোবেসে ডাকে—“মানবিক ডিসি সাহেব।”

কারণ তিনি নিজের পদকে কখনো ক্ষমতার প্রতীক ভাবেননি, বরং সেবার দায়িত্ব হিসেবে দেখেছেন। কেউ যদি সাহায্যের আশায় তাঁর অফিসে যায়, অন্তত সান্ত্বনা বা আশ্বাস ছাড়া ফেরেনি কেউই। বিদায়েও অনুপ্রেরণা সরকারি নির্দেশনা অনুযায়ী তিনি হয়তো অন্যত্র যোগদান করবেন—কিন্তু তাঁর রেখে যাওয়া মানবতার আলো ভোলার আকাশে জ্বলবে অনন্তকাল।

ভোলার মানুষ তাঁকে মনে রাখবে এক আলোকবর্তিকা হিসেবে—যিনি তাঁদের মুখে হাসি ফোটিয়েছেন, বিশ্বাস জাগিয়েছেন, শিখিয়েছেন যে একজন প্রশাসকও হতে পারেন জনতার আপনজন।

সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা—তাঁর কর্মজীবন হোক আরও উজ্জ্বল, তাঁর মানবিক উদ্যোগে নতুন কর্মস্থল হোক আলোকিত ও অনুপ্রেরণাময়। ভোলার আকাশে তিনি যেন থাকেন সেই উজ্জ্বল নক্ষত্র হয়ে—যার আলো নিভে যায় না, যিনি মানুষের হৃদয়ে জ্বালিয়ে রেখেছেন বিশ্বাসের প্রদীপ।


ভোলা সদর ভোলা জেলা মোঃ ইয়ামিন



মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা

মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা

মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন

জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন

মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার

মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার

বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা

বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা

ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে : প্রধান উপদেষ্টা

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে : প্রধান উপদেষ্টা

আরও...