বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ই নভেম্বর ২০২৫ রাত ১০:১১
৬১
বিশেষ প্রতিবেদক/কাজী জামাল, খালেদ মোশাররফ, দৌলতখান : ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায় গ্যাসভিত্তিক কল-কারখানা নির্মাণ করে ভোলার মানুষের বেকারত্ব দূর করা হবে বলে মন্তব্য করেছেন ভোলা-২ (দৌলতখান ও বোরহানউদ্দিন) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফিজ ইব্রাহীম।
বুধবার বিকেলে দৌলতখানবাসীর আয়োজনে তাঁকে এক গণসংবর্ধনা দেওয়া হয়। এ সময় হাজার হাজার নেতাকর্মীদের ঢল নামে। এর আগে সকালে হাফিজ ইব্রাহীম ঢাকা থেকে লঞ্চযোগে দৌলতখানে পৌঁছালে মেঘনা নদীর ভোলা সীমানায় শত শত ট্রলার, জেলে, আড়ৎদার, মৎস্য ব্যবসায়ী ও দলীয় নেতাকর্মীরা জেলে নৌকায় চড়ে তাঁকে অভ্যর্থনা জানান এবং ধানের শীষের পক্ষে স্লোগান দেন। সরেজমিনে দেখা গেছে, বুধবার দুপুর থেকেই দৌলতখান পৌরসভার সদর রোডজুড়ে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে হাজারো মানুষ সমবেত হন। তাঁরা ধানের শীষ হাতে হাফিজ ইব্রাহীমের নামে স্লোগান দিয়ে গণসংবর্ধনায় অংশ নেন।
হাফিজ ইব্রাহীম প্রথমে জুলাই গন হত্যায় যারা নিহত হয়েছে তাদের রুহের আত্নার মাঘফেরাত কামনা করেন। এ সময় হাফিজ ইব্রাহিম বলেন, ২০০১ সালে আপনাদের এলাকায় আমি যে রকম উন্নয়ন মুলক কাজ করেছি আগামীতে ইনশাআল্লাহ আমাদের উন্নয়ন অব্যহত থাকবে, বিশেষ করে দৌলতখান ও বোরহান উদ্দিনে ইয়াবাসহ সকল ধরনের মাদক নির্মূল করে যুবকদের কর্মসংস্থার জন্য প্রকৃতিক গ্যাস দিয়ে মিল কারখানা তৈরী করবো। মানুষের স্বাস্থ্যের সু- চিকিৎসার জন্য হাসপাতালে নিয়মিত ডাক্তার রাখা এবং ৫০ থেকে ১০০ বেড বাড়ানো হবে।
গণসংবর্ধনায় হাফিজ ইব্রাহীম বলেন,“১৯৯১ সালে আপনাদের মাঝে এসে কাজ শুরু করেছিলাম, এখনও করছি, ভবিষ্যতেও করব। এবারের প্রধান লক্ষ্য হলো দৌলতখান ও বোরহানউদ্দিনে গ্যাসভিত্তিক শিল্প কলকারখানা স্থাপন করা। বেকারত্ব দূর হলে সমাজে মাদক ও কিশোর গ্যাংয়ের উৎপাত কমবে। আমরা মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং নির্মূল করব।”
তিনি আরও বলেন,“আওয়ামী লীগ ক্ষমতায় এসে হত্যা, খুন, গুমসহ দেশ বিক্রির পায়তারা করেছে এবং সবক্ষেত্রে দলীয়করণ করেছে। আমরা সেই পুনরাবৃত্তি হতে দেব না। বিএনপি ক্ষমতায় এলে ভোলার চার সংসদ সদস্য মিলে ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ নির্মাণসহ ভোলাবাসীর ৬ দফা দাবি বাস্তবায়ন করব।”
তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে আর কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না।
গণসংবর্ধনায় আরও বক্তব্য দেন ভোলা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর। তিনি বলেন, “হাফিজ ইব্রাহীম বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন। তাঁর জনপ্রিয়তায় মাঠে নেমে এসেছে আজকের এই জনসমুদ্র। তারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপির হাতকে শক্তিশালী করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতখান উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. ফারুক তালুকদার।
এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, হারুন অর রশিদ ট্রুম্যান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ প্রমুখ। এছাড়াও দৌলতখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান শাজুসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।
মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা
ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত
মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন
মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার
বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা
ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা
চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে : প্রধান উপদেষ্টা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু