অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১৪ই নভেম্বর ২০২৫ | ৩০শে কার্তিক ১৪৩২


ভোলায় জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর পরিমাণে বড় বড় পাঙ্গাশ মাছ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই নভেম্বর ২০২৫ রাত ১০:১০

remove_red_eye

৩১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ২২ দিনের মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা শেষে অনেক আশা নিয়ে ভোলার মেঘনা  ও তেঁতুলিয়া নদীতে মাছ শিকারে নামেন জেলেরা। আশা ছিল নদীতে মাছ শিকার করে সংসার খরচের পাশাপাশি ধার-দেনা পরিশোধ করবেন। কিন্তু সেই আশা আর পূরণ হয়নি জেলার বেশির ভাগ জেলের। তবে গত কয়েক দিন ধরে দুই নদীতে প্রচুর পরিমাণে বড় বড় পাঙ্গাশ মাছ ধরা পড়ছে জেলের জালে।
এতে হতাশার মধ্যে আশার আলো দেখতে পাচ্ছেন তারা। ইলিশের জায়গায় বড় বড় পাঙ্গাশ ধরা পড়লেও ভালো দাম পেয়ে খুশি জেলে ও মৎস্যজীবীরা। প্রতিবছর এই সময় নদীতে পাঙ্গাশের দেখা মিললেও এ বছর এর পরিমাণ অনেক বেশি বলে জানান জেলেরা।
ভোলা সদর উপজেলার ইলিশা, পাকারমাথা, তুলাতুলি ও ভোলারখাল মাছঘাট ঘুরে দেখা গেছে, প্রত্যেক ঘাটে প্রচুর পাঙ্গাশ মাছ বিক্রি হচ্ছে।
একেকটি মাছের ওজন নিচে তিন থেকে চার কেজি এবং সর্বোচ্চ ১০ থেকে ১২ কেজি। আকারভেদে প্রতিটি মাছ বিক্রি হচ্ছে দুই থেকে ছয় হাজার টাকায়। ইলিশের দেখা না পেলেও পাঙ্গাশ মাছ পেয়ে খুশি জেলেরা। গত দুই-তিন দিন ধরে প্রত্যেক মাছঘাটে দৈনিক ২০০ থেকে ৩০০ পিস পাঙ্গাশ মাছ বিক্রি হয়।
এই মাছ ঢাকা, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে ভালো দামে বিক্রি করছেন বেপারিরা।
ভোলার শিবপুর মাছঘাটের জেলে হাসান সাদেক জানান, মা ইলিশ রক্ষা অভিযানের পর থেকে নদীতে তেমন ইলিশের দেখা নেই। গত দুই-তিন দিন ধরে নদীতে প্রচুর পাঙ্গাশ ধরা পড়ছে। তিনি মঙ্গলবার সকালে নদীতে ইলিশ শিকারে গিয়ে বড় আকারের দুইটি পাঙ্গাশ মাছ পেয়েছেন। মাছ দুটি ঘাটে এনে ডাকে চার হাজার ৬৫০ টাকায় বিক্রি করেছেন। মাছ দুইটির ওজন হবে প্রায় আট কেজি।
একই এলাকার জেলে মো. হারুন মাঝি জানান, তিনি দুইটি পাঙ্গাশ পেয়েছেন। একটি তিন হাজার ৯০০ টাকায় এবং অপরটি এক হাজার ৭০০ টাকায় বিক্রি করেছেন।
মেঘনা নদীর জেলে মো. আলমগীর মাঝি জানান, অভিযানের পর থেকেই প্রায় সব জেলেই ধারদেনা ও সংসারের খরচ নিয়ে হতাশায় ছিলেন। কয়েক দিন ধরে নদীতে প্রচুর পাঙ্গাশ ধরা পড়ায় জেলেদের হতাশা অনেকটা কেটেছে। তিনি সকালের দিকে মেঘনা নদীতে মাছ শিকারে গিয়ে বড় আকারের তিনটি পাঙ্গাশ পেয়েছেন, যা আড়তে এনে ডাকে ১০ হাজার ৪৫০ টাকায় বিক্রি করেছেন।
আলমগীর মাঝি আরো জানান, বর্তমানে নদীতে যে পরিমাণ পাঙ্গাশ পাওয়া যাচ্ছে, তা গত চার-পাঁচ বছরে পাওয়া যায়নি। এভাবে আরো কিছুদিন পাঙ্গাশ ধরা পড়লে জেলেরা অনেকটা ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন।
ভোলার তুলাতুলি মাছঘাটের আড়তদার মো. জসিম উদ্দিন বেপারী জানান, প্রতি বছরই ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে কমবেশি পাঙ্গাশ পাওয়া যায়। তবে এ বছর পরিমাণটা অনেক বেশি। গত সোমবার তুলাতুলি ঘাটে বড় আকারের তিন শতাধিক পাঙ্গাশ বিক্রি হয়েছে। একেকটি পাঙ্গাশের ওজন নিচে চার কেজি এবং  সর্বোচ্চ ১২ কেজি। মঙ্গলবারও প্রায় সমপরিমাণ পাঙ্গাশ বিক্রি হয়েছে ঘাটটিতে। এসব পাঙ্গাশ মাছ ঢাকা, বরিশাল ও খুলনাসহ দেশের বিভিন্ন মোকামে পাঠানো হয়। প্রতি কেজি পাঙ্গাশ ঘাটে বিক্রি হয় ৪০০ থেকে সাড়ে ৫০০ টাকায়। মোকামে বিক্রি হয় ৬০০ থেকে সাড়ে ৬০০ টাকায়।
শিবপুর ভোলারখাল মাছঘাটের আড়তদার মো. আরিফ বলেন, স্বাভাবিকভাবে শীত মৌসুমে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে বড় আকারের পাঙ্গাশ মাছ ধরা পড়ে। তবে এ বছর এ পরিমাণ অনেক বেশি। গত দুই দিন ধরে আট থেকে ১০ কেজি ওজনের বড় বড় পাঙ্গাশ মাছ ধার পড়ছে। গত সোম ও মঙ্গলবার এ ঘাটের ১৫টি আড়তে পাঁচ শতাধিক পাঙ্গাশ বিক্রি হয়েছে। ঢাকা ও খুলনাসহ দেশের বিভিন্ন মোকামে এর ভালো চাহিদাও রয়েছে। তাই জেলেরা ভালো দামে বিক্রি করে লাভবান হচ্ছেন।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, সাধারণত ২২ দিনের মা ইলিশ রক্ষা অভিযানের পর নদীতে ইলিশ মাছ বেশি  একটা দেখা যায় না। কারণ ইলিশ ডিম ছেড়ে পুনরায় সাগরে চলে যায়। তবে বর্তমানে ইলিশের জায়গায় ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে বড় আকারের পাঙ্গাশ মাছ পাওয়া যাচ্ছে। বিষয়টি জেলেদের জন্য আশাব্যঞ্জক। পাঙ্গাশ মাছ আহরণ করে তারা ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে উঠতে পারবে। এ ছাড়া নদীতে পাঙ্গাশের পোনা রক্ষায় মৎস্য বিভাগের পক্ষ থেকে বিভিন্ন সময় পোনা ধ্বংসকারী চাঁই উচ্ছেদ অভিযান চালানো হয়। এ অভিযানের ফলে জেলেরা বড় বড় পাঙ্গাশ মাছ পাচ্ছে।


ভোলা সদর ভোলা জেলা মোঃ ইয়ামিন



মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা

মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা

ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত

ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত

মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন

জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন

মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার

মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার

বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা

বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা

ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে : প্রধান উপদেষ্টা

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে : প্রধান উপদেষ্টা

আরও...