অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


মনপুরার মেঘনায় যৌথ অভিযানে নিষিদ্ধ চাই ও মটকা জব্দ


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৭

remove_red_eye

১৪৫

মনপুরা প্রতিনিধিঃ ভোলার মনপুরার মেঘনা নদীতে জেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে পাঙ্গাশ মাছের পোনা ধরার নিষিদ্ধ চাই (ফাঁদ) ও  মটকা জব্দ করা হয়।
মঙ্গলবার ভোর ৫টা থেকে ১১ টা পর্যন্ত উপজেলা ১ নং মনপুরা ইউনিয়নের উত্তর মাথা ও সোনার চর এলাকা সংলগ্ন মেঘনায় এই অভিযান হয়। 
পরে জব্দকৃত চারটি চাই ও মটকা রামনেয়াজ বাজারের পূর্বপাশে বেতুয়া স্লুলিজ ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে এই ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
এই ব্যাপারে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জল বণিক জানান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোল্লা এমদাদুল্লাহ এর নেতৃত্বে তজুমদ্দিন ও মনপুরা উপজেলা মৎস্য অফিস ও কোস্ট গার্ডের সদস্যরা অভিযান পরিচালনা করে নিষিদ্ধ চাই ও মটকা জব্দ করে। পরে পুড়িয়ে ধ্বংস করা হয়।


মনপুরায় মোঃ ইয়ামিন



আরও...