অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


দৌলতখানে একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৬

remove_red_eye

১৯৬

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে , ব্রাক একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার ( ১১ নভেম্বর)  সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভার আয়োজন করা হয়।  ব্রাকের জেলা সমন্বয়ক মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  দৌলতখান উপজেলা  নির্বাহী কর্মকর্তা নিয়তি রাণী কৈরী। অন্যদের মধ্যে  উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার  মোঃ জাহিদ উদ্দিন।
 সভায় বক্তারা বলেন, কোভিড-১৯ এর আকস্মিক প্রাদুর্ভাবের ফলে, বাংলাদেশের সকল স্কুল ১৮ মাসের জন্য বাধ্যতামূলকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এসময় শ্রেণিকক্ষে প্রচলিত সকল শিখন-শেখানো কার্যক্রম বন্ধ হয়ে যায়। এই দীর্ঘস্থায়ী বন্ধে, ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় এবং ঝরে পড়া শিক্ষার্থীর হারও বাড়তে থাকে। যুক্তরাজ্য সরকারের সহযোগিতায় ব্র্যাক শিক্ষা কর্মসূচির  'ইএমডিসি'  প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য এক্সিলারেটেড মডেলে শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে।
বর্তমানে ‘EMDC’ প্রকল্পটির চতুর্থ বর্ষ চলছে এবং প্রায় ৪৮৭৫০ শিক্ষার্থী ১৯৫০ টি ব্র্যাক স্কুল থেকে এই মডেলে শিক্ষা সম্পন্ন করেছে এবং আরও ৩০০০০ শিক্ষার্থী ১২০০টি ব্র্যাক স্কুলে অধ্যয়নরত আছে। পরিকল্পনা অনুযায়ী, এই প্রকল্পটির শেষে ১,৪৭,৫০০ শিক্ষার্থী প্রায় ৫৯০০টি এক কক্ষ বিশিষ্ট স্কুল থেকে ১০ মাসের একসেলারেটেড মডেলে শিক্ষা লাভ করবে । 

দৌলতখান মোঃ ইয়ামিন



আরও...