অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি ভোলায় ১ হাজার ৪৬টি বিদ্যালয়ে পাঠদান বন্ধ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২৫ দুপুর ০১:২০

remove_red_eye

৯৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বেতন বৈষম্য দূরীকরণ, উচ্চতর গ্রেড ও পদোন্নতির দাবিতে সারাদেশের মতো ভোলায়ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রয়েছে।

সোমবার টানা দ্বিতীয় দিনের মতো ভোলার ৭ উপজেলার ১ হাজার ৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। সকালে শহরের বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত থাকলেও শিক্ষকরা শ্রেণিকক্ষে না গিয়ে অফিস কক্ষে অবস্থান করছেন। অনেক শ্রেণিকক্ষের দরজায় ঝুলছে তালা, কিছু শ্রেণিকক্ষ খোলা থাকলেও সেগুলো ছিল ফাঁকা।
শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে তারা বেতন বৈষম্যের শিকার হচ্ছেন। ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করছেন তারা।দাবিগুলো দ্রুত মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষকরা। একই সঙ্গে তারা সতর্ক করে বলেন, দাবি পূরণ না হলে আগামীতে কর্মসূচি আরও কঠোরভাবে চালিয়ে যাওয়া হবে।


ভোলা জেলা মোঃ ইয়ামিন