অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলা প্রেসক্লাব হবে সাংবাদিকদের, কোন দলের নয় : গোলাম নবী আলমগীর


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫

remove_red_eye

১৬০

এইচ আর সুমন/ মোঃ ইয়ামিন : ভোলা প্রেসক্লাব হবে সাংবাদিকদের, কোন দলের নয় , এমন মন্তব্য করেছেন ভোলা সদর-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর। তিনি বলেন, এই প্রেসক্লাব আমার বড় ভাই প্রতিষ্ঠা করেছেন সাংবাদিকদের জন্য। এখানে সাংবাদিকদের আড্ডা হবে, সাংবাদিকরাই জমজমাট করে তুলবে প্রেসক্লাবকে।

শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোলাম নবী আলমগীর আরও বলেন, ভোলার সাংবাদিকদের প্রয়োজনে আমি সবসময় পাশে আছি এবং থাকবো।
তিনি ভোলার উন্নয়নের প্রসঙ্গ টেনে বলেন, ভোলার উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। ইনশাআল্লাহ, ভোলার ৪ জন সংসদে যাবেন আমি, আন্দালিব রহমান পার্থ, আমিনুল হক ও সাইফুল ইসলাম নিরব। আমরা সবাই ভোলার কথাই বলবো, ভোলার উন্নয়নের কথাই বলবো।”

আন্দালিব রহমান পার্থ সম্পর্কে তিনি বলেন, তার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে, তার বাবার সঙ্গেও ছিল। পার্থ আমার ভাইয়ের ছেলের মতো। তিনি ঢাকায় এমপি হলেও ভোলার উন্নয়নের কথাও সংসদে বলবেন।
ভোলা-বরিশাল সেতু প্রসঙ্গে গোলাম নবী আলমগীর বলেন, “বিএনপি সরকার গঠন করলে ভোলা-বরিশাল ব্রীজ হবেই ইনশাআল্লাহ।

সভায় সভাপতিত্ব করেন ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক এ্যাডভোকেট মোঃ আমিরুল ইসলাম বাছেত, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন তালহা তালুকদার বাঁধন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউর রহমান কিরন, সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক ফজলর রহমান বাচ্ছু মোল্লা, আলহাজ্ব হুমায়ুন কবির সোপান, এনামুল হক, বশির আহমেদ হাওলাদার, আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন, এ্যাডভোকেট সালাউদ্দিন হাওলাদার, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, সাবেক অধ্যক্ষ জাহান জেব আলম, অধ্যক্ষ মোজহারুল ইসলাম, জেলা জিয়া পরিষদের আহ্বায়ক নুরনবী তালুকদার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম, সহসভাপতি মাকসুদুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, এ্যাডভোকেট ইউসুফ, এ্যাডভোকেট জাবেদ ইকবাল, এ্যাডভোকেট আরিফুর রহমান, এ্যাডভোকেট তোয়াহা, সাংবাদিক এম এ বারী, ওমর ফারুক, আফজাল হোসেন, শিমুল চৌধুরী, কামরুল হাসান মুকুল, নেওয়ামত উল্লাহ, মনির সাজাল, আলামিন শাহরিয়ার, ইউনুছ শরীফ, কামরুল ইসলাম, নাসির লিটন, শহীদ তালুকদার, হেলাল গোলদার, এইচ আর সুমন, একরাম উল্লাহ, আরিফ হোসেন লিটন, জুয়েল শাহ, সিদ্দিকুল্লাহ, শাহারিয়া জিলন, লিটন শেখ, আরিয়ান আরিফ, আশিকুর রহমান শান্ত, ইশতিয়াক, মোঃ ইয়ামিন, সোহেল, নবাব, হাসনাইন, দাউদ ইব্রাহিম, টিপু সুলতান প্রমুখ।


ভোলা সদর মোঃ ইয়ামিন



আরও...