অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


চরফ্যাশন ইংলিশ ভার্সন স্কুলে বিজ্ঞান ও ই-প্রযুক্তি মেলা


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬

remove_red_eye

৩০৪

চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন ইংলিশ ভার্সন স্কুলের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান ও ই-প্রযুক্তি মেলা ২০২৫।
শনিবার ( ৮ নভেম্বর) চরফ্যাশন পৌর এলাকায় স্কুলের ক্যাম্পাসে মেলা অনুষ্ঠিত হয়। বহুল প্রতীক্ষিত এ মেলায় ইংলিশ ভার্সন স্কুলটির বিভিন্ন গ্রেডের মেধাবী শিক্ষার্থীরা নিজেদের নানা উদ্ভাবনী ও চিন্তাশীল প্রকল্প উপস্থাপন করে। চরফ্যাশন ইংলিশ ভার্সন স্কুলের প্রিন্সিপাল ইব্রাহিম খলিলের সভাপতিত্বে  সকাল ১০ টায় মেলার এ উদ্বোধন করেন প্রধান অতিথি  স্কুলটির চেয়ারম্যান এডভোকেট এনামুল হক রায়হান । এ সময়  বিশেষ অতিথি ছিলেন এডভোকেট মাঈনুল ইসলাম নাবিল সরমান, বিশিষ্ট ব্যবসায়ী মাজহারুল ইসলাম কবির, প্রভাষক মোহাম্মদ মহিববুল্লাহ প্রমুখ। 
অতিথিরা খুদে শিক্ষার্থীদের প্রদর্শিত নানা উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করে তাদের সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন। বিজ্ঞান ও ই-প্রযুক্তি  মেলায় খুদে শিক্ষার্থীদের প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল- এয়ার পলুসন মডেল,সোলার সিস্টেম ওয়ার্কিং মডেল, কার্বন পিউরিফিকেশন ওয়ার্কিং মডেল, স্মার্ট এন্ড ইকো ফ্রেন্ডলি হাউজ মডেল,হাইড্রো পাওয়ার প্লানেট প্রভৃতি।  মেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

মোঃ ইয়ামিন চরফ্যাসন