অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


লালমোহনে বিনামূল্যে কৃষি প্রণোদনা পেলো ৫ হাজার ৬৯০ কৃষক


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩১

remove_red_eye

২১৩

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহনে ৫ হাজার ৬ শত নব্বইজন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে।
 বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহ আজিজ।
এসময় তিনি ২০২৫-২৬অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে আগাম শীতকালীন শাকসবজি, সরিষা, খেসারি, মুগ, চিনা বাদাম, ফেলন ডাল, মশুর ডাল,  সূর্যমুখী, গম, সয়াবিন, উপশী ও হাইব্রিড ধানের বীজ এবং ডিএপি এবং এমওপি সার বিতরণ করেন।
এ সময় লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আহসান উল্লাহ, লালমোহন প্রেসক্লাবের আহ্বায়ক সোহেল আজিজ শাহীন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মেহেদি হাসানসহ সংশ্লিষ্ট দফতরের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং উপকারভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।


লালমোহন মোঃ ইয়ামিন



আরও...