বাংলার কণ্ঠ প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলার চারটি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম ঘোষণা করেন।
ভোলা-১ (সদর) আসনে গোলাম নবী আলমগীর, ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) হাফিজ ইব্রাহীম, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন।
প্রার্থীদের নাম ঘোষণার পর ভোলা শহরের মহাজনপট্টি জেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের উল্লাস করতে দেখা যায়।
