অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা নভেম্বর ২০২৫ রাত ০৮:০৪

remove_red_eye

১৪৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়'' এই প্রতিপাদ্য নিয়ে ভোলায়  পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস। শনিবার সকালে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মো. বেলাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকারসহ আরও অনেকে।
এ সময় আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় শুধু অর্থনৈতিক নয়, সামাজিক ঐক্যেরও প্রতীক। সবাইকে সমবায়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, সমবায়ের মাধ্যমে বেকারত্ব দূর করা ও দারিদ্র্যমুক্ত সমাজ গঠন সম্ভব।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সমবায়ী সদস্যরা অংশ নেন।


ভোলা সদর মোঃ ইয়ামিন



আরও...