অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় মাসব্যাপী বিবার সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৬

remove_red_eye

১৪১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় মাসব্যাপী “বিবার মানবতার দুয়ার” আয়োজিত সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের পুকুরে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক আলহাজ্ব মো. ফয়সেল। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ বারি, শিমুল চৌধুরী, রিয়াজ, আজাদসহ স্থানীয় গুণীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজক প্রতিষ্ঠান বিবার মানবতার দুয়ার মাসব্যাপী এ প্রশিক্ষণে ৩০ জনেরও বেশি প্রশিক্ষণার্থীকে বিনামূল্যে সাঁতারের প্রশিক্ষণ দিয়েছে। শিশু ও তরুণদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে এ কর্মসূচি।

আয়োজক মনিরুল ইসলাম বলেন, “নদীমাতৃক ভোলায় সাঁতার জানা প্রতিটি মানুষের জন্য অত্যন্ত জরুরি। অধিকাংশ মানুষ সাঁতার না জানার কারণে নানাবিধ দুর্ঘটনার শিকার হন। সাঁতার শুধু নিরাপত্তাই নয়, এটি একটি উত্তম ব্যায়ামও।”

তিনি আরও বলেন, “সাবেক সেনা সদস্য সার্জেন্ট আব্দুল মোমিন একজন দক্ষ সাঁতার প্রশিক্ষক। তাঁকে পাশে পেয়ে আমরা বিলম্ব না করে এই উদ্যোগ গ্রহণ করেছি। ভবিষ্যতে জেলা প্রশাসনের সহযোগিতা পেলে মেয়েদের জন্যও সুইমিং পুলে ফ্রি সাঁতার প্রশিক্ষণ আয়োজন করা হবে ইনশাআল্লাহ।”

তিনি সকলের প্রতি আহ্বান জানান— এই উদ্যোগে পৃষ্ঠপোষকতা, অভিভাবকদের আগ্রহ এবং প্রশিক্ষণার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে যেন সকলে এগিয়ে আসেন।


ভোলা সদর মোঃ ইয়ামিন