অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


লালমোহনে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-২


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৭

remove_red_eye

১২৩

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় মো. সিয়াম (১৬) নামে মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ফরাজীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর সিয়াম বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল মুন্সি বাড়ির মো. বাবুল মুন্সির ছেলে।
নিহত ঐ কিশোরের বাবা বাবুল মুন্সি বলেন, বৃহস্পতিবার বিকেলে লালমোহনে আমার এক আত্মীয় মারা যান। তার মৃত্যুর সংবাদ শুনে সন্ধ্যার দিকে মোটরসাইকেলযোগে স্ত্রী ও ছেলেকে নিয়ে ওই বাড়ির উদ্দেশে রওনা দিই। মোটরসাইকেল নিয়ে লালমোহনের ফরাজীর দোকান এলাকায় পৌঁছালে আমাদের মোটরসাইকেলটিকে সামনের দিক থেকে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। ঐ ধাক্কায় মোটরসাইকেল নিয়ে আমরা সড়কের ওপর পড়ে যাই। এ সময় মাইক্রোবাসের সঙ্গে আমার ছেলে সিয়ামের মাথায় প্রচণ্ড আঘাত লাগে। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে আমাদের তিনজনকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক আমার ছেলে সিয়ামের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


লালমোহন মোঃ ইয়ামিন