অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ঢাকায় স্বর্ণ ও নগদ টাকা ডাকাতির ঘটনায় র‍্যাবের অভিযানে ভোলায় ৩ জন গ্রেফতার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২৫ বিকাল ০৩:২৬

remove_red_eye

১৪৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : রাজধানীর মিরপুরে দারুস সালাম এলাকায় এক ব্যবসায়ীর বাসায় ১০৫ ভরি স্বর্ণালংকার ও ৩২ লাখ টাকা ডাকাতির ঘটনায় ভোলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
বৃহস্পতিবার ৩০ অক্টোবর রাতে র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের কমান্ডার লে. শাহরিয়ার রিফাত অভি বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের উত্তর ভেদুরিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রাতে আটককৃতদের র‍্যাব ক্যাম্পে নিয়ে আসা হয়।র‍্যাব-৮ ভোলা ক্যাম্পের অধিনায়ক লে. রিফাত হাসান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. হোসেন সোহান (৩৫), তার বোন কুলসুম বিবি এবং আত্মীয় বকুল বিবি। তিনজনই ভোলা সদর উপজেলার বাসিন্দা।
র‌্যাব জানায়, এই চক্র দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত। এরই অংশ হিসেবে গত ১৯ অক্টোবর সকালে মিরপুর দারুস সালাম থানার মাজার রোড এলাকায় ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহর বাসায় তারা প্রবেশ করে তার স্ত্রী শাহেদা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩২ লাখ ৫ হাজার টাকা, ১০৫ ভরি স্বর্ণালংকার ও কয়েকটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।
ঘটনার পর দারুস সালাম থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে এ ঘটনার  মূলহোতা বিল্লালকে র‌্যাব-৪ ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮, ভোলা ক্যাম্পের একটি দল সদর উপজেলার উত্তর চর ভেদুরিয়া এলাকায় অভিযান চালিয়ে হোসেন সোহান, বকুল বিবি ও কুলসুম বিবিকে গ্রেপ্তার করে।
এসময় লুঠ হওয়া ১ ভরি ১০ আনা স্বর্ণালংকার, ৮ ভরি ২ আনা সিটি গোল্ড, নগদ ৮০ হাজার টাকা এবং পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র‌্যাব আরো জানায়, মামলার অন্যান্য পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ভোলা সদর ভোলা জেলা মোঃ ইয়ামিন