অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২৫ দুপুর ০২:৩৫

remove_red_eye

১৯৪

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে কাচিয়া ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় মো. সিয়াম (১৬) নামের এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 
সিয়াম কাচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড মুন্সিবাড়ির বাসিন্দা মোঃ বাবুল মুন্সির ছেলে। সে কাচিয়া চৌমুহনী ইসলামিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র ছিল। জানা যায় ওই ছাত্র ইসলামী ছাত্রশিবিরের কর্মী ছিলেন। 
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সিয়াম তার বাবা-মায়ের সঙ্গে নানীর জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। পথিমধ্যে লালমোহনের ফরাজি দোকানের সামনে পৌঁছালে তাদের মোটরসাইকেলের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ ঘটে। এতে সিয়াম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাবা বাবুল মুন্সিও গুরুতর আহত হয়। 


বোরহানউদ্দিন মোঃ ইয়ামিন



আরও...