অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


দৌলতখানে যুব দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও যুব সমাবেশ অনুষ্ঠিত


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে অক্টোবর ২০২৫ রাত ০৮:৫৪

remove_red_eye

৩৩১

কাজী জামাল, দৌলতখান থেকে: নানা কর্মসূচির মধ্য দিয়ে ভোলার দৌলতখানে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও যুব সমাবেশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর ) উপজেলা যুব দলের আয়োজনে দৌলতখান মধ্য বাজারে এক বিশাল যুব সমাবেশের আয়োজন করা হয় । উপজেলা যুব দলের আহবায়ক মশিয়ার রহমান লিটলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোলা -২ আসনের সাবেক সংসদ ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিম ,বিশেষ অতিথি ছিলেন বোরহান উদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ হাফিজ ইব্রাহিমের স্বহধর্মিনী মাফরুজা সুলতানা ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, সহ সভাপতি নিজাম উদ্দিন ভুইয়া , যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম টপি, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল বশির মেম্বার ,সাধারণ সম্পাদক গোলাম আজম পলিন, যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ কুট্রি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী কামালসহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন তিনি বিগত ২০০১ সালে ভোলা ২ আসনে ব্যাপক উন্নয়ন হয়েছে, আগামীতে বিএনপি ক্ষমতা আসলে প্রতেক পরিবারের মাঝে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে বলে জানান ।


দৌলতখান মোঃ ইয়ামিন



আরও...