অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় সংবাদ প্রকাশের জেরে মোহনা টিভির সাংবাদিককে কুপিয়ে জখম, গ্রেপ্তার-১


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে অক্টোবর ২০২৫ রাত ০৮:১৮

remove_red_eye

১৫৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় মোহনা টিভির সাংবাদিক মো. জসিম রানা কে  কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।  এ ঘটনায় মো. সবুজ নামের এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।গুরুতর আহত জসিম রানা ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় জমিন রানা বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। আজ শনিবার (২৫ অক্টোবর) দুপুরের দিকে আটককৃত সবুজকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।গ্রেপ্তার সবুজ ভোলা পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের পৌর কাঠালী এলাকার রফিকুল ইসলামের ছেলে। 
মামলার এজহার সূত্রে জানা গেছে, এক নারীকে ধর্ষণের ঘটনায় ভিকটিমের অভিযোগের ভিত্তিতে গত ২১ অক্টোবর সবুজের নামে সংবাদ প্রকাশ করেন জসিম রানা। এর পর থেকেই সবুজ ও তার পরিবার বিভিন্ন সময়ে সাংবাদকি জসিম রানাকে হুমকি-ধামকি দিয়ে আসছে। গত ২৩ অক্টোবর সকালে বাসস্ট্যান্ড এলাকার দক্ষিণ বঙ্গ পলিটেকনিকের সামনে সবুজের সঙ্গে দেখা হলে সবুজ তাকে অকত্থ্য ভাষায় গালাগাল করেন। এক পর্যায়ে সবুজের ভাই খায়রুল ইসলাম, ছেলে মো. রায়হান ও স্ত্রী ঝুমুর বেগম এসে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সবুজের হাতে থাকা বগি দা দিয়ে জসিম রানার মাথায় আঘাত করলে হাত দিয়ে সেটি প্রতিহত করতে গেলে হাতে লেগে একটি আঙ্গুল হাত থেকে বিচ্ছন্ন হয়ে যায়। পরে স্থানীয় লোকজন চলে আসলে সবুজ তাকে হুমকি দিয়ে চলে যায়। এ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদিকে ঘটনার পর অভিযুক্ত সবুজ কে পুলিশ আটক করে।
 ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ সাংবাদিকদের জানান, সাংবাদকি জসিম রানাকে কুপিয়ে জখম করার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। এই মামলার প্রধান আসামী সবুজকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামীদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


ভোলা সদর মোঃ ইয়ামিন



আরও...