অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দীনে বিশ্ব গ্রামীণ নারী দিবস উদযাপন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৫১

remove_red_eye

১২৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : “জলবায়ু অভিযোজনে গ্রামীণ নারী” প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দীন উপজেলার গঙ্গাপুর ও সাচরা ইউনিয়নে বিশ্ব গ্রামীণ নারী দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) ‘কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ)’ প্রকল্পের আওতায় সুইডেন সরকার ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) দিবসটি পালন করে।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা, মানববন্ধন, লিফলেট বিতরণ, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ নারীরা জলবায়ু পরিবর্তনের প্রতিকূল পরিস্থিতিতেও পরিবার, কৃষি ও জীবিকায়নের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তারা তাদের জ্ঞান, পরিশ্রম ও দৃঢ়তার মাধ্যমে পরিবর্তিত জলবায়ুর সঙ্গে মানিয়ে নিচ্ছেন এবং টেকসই উন্নয়নের পথে সমাজকে এগিয়ে নিচ্ছেন।
বক্তারা আরও বলেন, জলবায়ু অভিযোজনে গ্রামীণ নারীর অবদানকে স্বীকৃতি দেওয়া, তাদের নেতৃত্বকে উৎসাহিত করা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করা টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি।
দিনব্যাপী আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি, নারী নেত্রী, কৃষাণী ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


বোরহানউদ্দিন মোঃ ইয়ামিন



আরও...