অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


লালমোহনে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৮

remove_red_eye

১৪৬

লালমোহন প্রতিনিধি :  ভোলার লালমোহন উপজেলায় অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. সোহাগ নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ভাঙাপুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক সোহাগ ওই এলাকার মোজাম্মেল হকের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার রাতে নিজের অটোরিকশা নিয়ে বাড়িতে যান সোহাগ। এ সময় রিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। বুধবার সকালে মরিয়ম বেগম নামে এক প্রতিবেশী সোহাগকে অটোরিকশার  পাশে পড়ে থাকতে দেখে বাড়ির সবাইকে জানান। পরে স্বজনরা সোহাগকে মৃত অবস্থায় দেখতে পেয়ে লালমোহন থানায় খবর দেন। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।


লালমোহন মোঃ ইয়ামিন



আরও...