অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে টাইফয়েড ক্যাম্পেইন বিষয়ক সড়ক প্রচার


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে অক্টোবর ২০২৫ রাত ১০:৪৮

remove_red_eye

২০৮

ফখরে আজম পলাশ /হালিম তজুমদ্দিন থেকে : টাইফয়েড জ্বর প্রতিরোধে, টিকা নেবো দল বেধে।” শ্লোগানে ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে “টাইফয়েড ক্যাম্পেইন-২০২৫” বিষয়ক সড়ক প্রচার অনুষ্ঠিত হয়েছে।

গত ২০ অক্টোবর ২০২৫ তারিখে তজুমদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে এ প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়। শিশুদেরকে টাইফয়েড জ্বর থেকে নিরাপদ রাখতে বাংলাদেশ সরকার সারাদেশে ১২ অক্টোবর ২০২৫ থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান কর্মসূচি চালু করেছে। প্লে-নার্সারি থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত তাদের নিজ নিজ বিদ্যালয়ে টিকা দেওয়া হবে।

এছাড়া ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী যারা বিদ্যালয়ে যায় না, তাদের ১ থেকে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত দেশের সকল ইপিআই কেন্দ্রে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে। এই টিকা গ্রহণের জন্য জন্ম নিবন্ধনের ১৭-সংখ্যার তথ্য ব্যবহার করে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে এবং টিকা কার্ড ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।

টিকা গ্রহণের দিনে অবশ্যই সেই কার্ড সঙ্গে আনতে হবে বলে জানানো হয়। সড়ক প্রচারের মাধ্যমে জনগণকে টাইফয়েড প্রতিরোধে সচেতন করা এবং শিশুদের টিকা প্রদানে উৎসাহিত করার আহ্বান জানানো হয়।


তজুমদ্দিন মোঃ ইয়ামিন



আরও...