অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে ২ হাজার বৃক্ষরোপণ করেছে গ্রামবাসী


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৭

remove_red_eye

১৫২

চরফ্যাশন প্রতিনিধি: গ্রামবাসী কর্তৃক একটি সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের সুলতানের খেয়া সড়কের পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে গাছের চারা রোপণ করা হয়।
এসময় ওই সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি ফরিদ হোসেন বলেন, আমরা শহরে বাস করি, সেখানে বিশুদ্ধ বাতাসের অভাব। সেই চিন্তা থেকেই আমরা দুই দিনব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। প্রায় দুই হাজার গাছের চারা রোপণ করা হচ্ছে। এর আগে গত জুলাই মাসেও আমরা সহস্রাধিক গাছ লাগিয়েছিলাম
এতে শিক্ষক, ছাত্র, ব্যবসায়ী ও রাজনীতিবিদসহ গ্রামেবাসী অংশগ্রহণ করেন। আমরা চাই সবার সহযোগিতায় একটি সবুজ, সুন্দর ও বিশুদ্ধ বাতাসের দেশ গড়ে তুলতে। সংস্থার সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বলেন, গাছ লাগানো যেমন গুরুত্বপূর্ণ, তেমনি লাগানো গাছগুলোর সুরক্ষা করাও সবার দায়িত্ব। আমাদের এই বৃক্ষ রোপণ কার্যক্রম দীর্ঘ ৭বছর ধরে পরিচালনা করছি। সমাজের মানুষের সচেতনতা ও অংশগ্রহণেই এই উদ্যোগ সফল হবে।

মোঃ ইয়ামিন চরফ্যাসন



আরও...