অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় পাঁচদফা দাবিতে জামায়াতে ইসলাম ও ইসলামী আন্দোলনের মানববন্ধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:১৮

remove_red_eye

৯৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী পিআর পদ্ধতি ও জুলাই সনদ  অন্তভুক্ত করে গণ ভোট সহ পাঁচদফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী  ভোলা জেলা ও ইসলামী আন্দোলণ বাংলাদেশ। 
বুধবার ( ১৫ অক্টো) সকালে ভোলা সদর রোডে জামায়াতে ইসলামীর দীর্ঘ মাববন্ধনে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। জামায়াতের মানববন্ধন শেষে পিআর পদ্ধতি  সহ পাঁচদফা দাবিতে একই স্থানে মানববন্ধন করে ইসলামী আন্দোলণ বাংলাদেশ। 


এসময় বক্তব্য রাখেন, জামায়াত ইসলামীর জেলা আমীর মাস্টার জাকির হোসেন, নায়বে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম, সেক্রেটারী মাওলানা হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারী মাওলানা আব্বাস উদ্দিন, পৌর আমির জামাল উদ্দিনসহ জেলা, উপজেলা ও পৌর নেতৃবৃন্দ। এছাড়া ইসলামী আন্দোলণ বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা আতাউর রহমান, সেক্রেটারী মাওলানা তরিকুল ইসলাম তারেক সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা জুলাই সনদের ভিত্তিতে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান ও জুলাই সনদ বাস্তবায়নের জোর দাবি জানান।


ভোলা সদর মোঃ ইয়ামিন



আরও...