অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে নৌবাহিনীর অভিযানে গাঁজাসহ বিক্রেতা আটক


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই অক্টোবর ২০২৫ রাত ০৮:২৯

remove_red_eye

১৭৭

ফখরে আজম পলাশ, তজুমদ্দিন থেকে : ভোলার তজুমদ্দিন উপজেলায় নৌবাহিনীর সাঁড়াশি অভিযানে মোঃ সুমন (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর লেফটেন্যান্ট জামাল আহমেদ তুষারের নেতৃত্বে একটি টহল দল উপজেলার দেওয়ানপুর ২নং ওয়ার্ডের আবদুল মুনাফ মিয়ার বাড়িতে অভিযান চালায়।
অভিযানকালে মুনাফ মিয়ার বসতঘরের পিছনের বারান্দা থেকে আনুমানিক ৫০ গ্রাম গাঁজাসহ সুমনকে আটক করা হয়। পরবর্তীতে তাকে তজুমদ্দিন থানায় সোপর্দ করা হয়। তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহব্বত খান জানান, আটককৃত সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সুমন দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রির সঙ্গে জড়িত ছিল।


তজুমদ্দিন মোঃ ইয়ামিন



আরও...