অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় পৌর বিএনপি'র মতবিনিময় সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫

remove_red_eye

১৯৯

এইচ আর সুমন: ভোলায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও আগামী নির্বাচনের জন্য কাজ করার লক্ষ্যে  এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে শহরের মহাজনপট্টিস্থ ভোলা জেলা বিএনপির কার্যালয়ে সদর পৌর বিএনপি'র উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। 
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি আব্দুর রব আকনের সভাপতিত্বে ও জেলা বিএনপির নির্বাহী সদস্য ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, বশির হাওলাদার, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল মিলন, প্রচার সম্পাদক আসাদ খোকন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন , জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক আরজু, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান আরজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিন, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ সুমন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল রাসেল প্রমুখ।
 প্রধান অতিথির বক্তব্যে ভোলা জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর  বলেন আগামী নির্বাচনকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য তাগিদ দেন. আমরা সকলে জিয়ার সেনা কে কোন পদে আছি সেটা বড় কথা নয় সকলেই আমরা জিয়ার সৈনিক। আগামী নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করার জন্য সকলের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের মার্কার প্রচার করুন এবং জনসাধারণের সাথে  ভালো ব্যবহার করুন ক্ষমতার দাপটে  চোখ রাঙ্গিয়ে নয় জনসাধারণের সাথে ভালোবাসা বিনময় ও সুন্দর ব্যবহার করে তাদের মন জয় করুন তাহলেই বিএনপি আগামী নির্বাচনে জয়লাভ করতে পারবে।

ভোলা সদর মোঃ ইয়ামিন



আরও...