অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলা জেলা বিএনপির সদস্য তরিকুল ইসলাম কায়েদকে যুগ্ম আহ্বায়ক পদে পদোন্নতি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২৫ রাত ১০:১৩

remove_red_eye

১৪১

অচিন্ত্য মজুমদার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভোলা জেলা শাখার সদস্য তরিকুল ইসলাম কায়েদকে যুগ্ম আহ্বায়ক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে জারি করা এক চিঠিতে এ পদোন্নতির বিষয়টি জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর নেতৃত্বাধীন সাংগঠনিক টিম ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর ও সদস্য সচিব রাইসুল আলমের সুপারিশের ভিত্তিতে ভোলা জেলা বিএনপির সদস্য তরিকুল ইসলাম কায়েদকে যুগ্ম আহ্বায়ক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।  এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
চিঠিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।


ভোলা জেলা মোঃ ইয়ামিন