অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


মনপুরায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আটক


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২৫ রাত ০৯:৫৭

remove_red_eye

১৩৬

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় বিশেষ অভিযানে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুর রহমান রাসেদ মোল্লা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সোহেল মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ভোর রাত ৫ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাষ্টারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে দুপুর ৩ টায় আদালতের মাধ্যমে আটককৃত দুইজনকে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মনপুরা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুর রহমান রাসেদ মোল্লা ও ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও ইউপি সদস্য মোঃ সোহেল মেম্বার। আটককৃত দুই জনের বাড়ি উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাষ্টারহাট এলাকায়।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, পুলিশ রাতভর অভিযান চালিয়ে আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবকলীগ দুই নেতাকে নিজ বাড়ি থেকে আটক করে। পরে আদালতের মাধ্যমে তাদের ভোলা জেলা কারাগারে পাঠানো হয়।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৬ মার্চ বনবিভাগের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটি সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে লুট করার অভিযোগে করা হয়েছিল।


মনপুরায় মোঃ ইয়ামিন



আরও...