অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৩ই নভেম্বর ২০২৫ | ২৯শে কার্তিক ১৪৩২


জাতীয় গ্রিডের বিদ্যুৎ নিয়ে আশার আলো দেখছেন মনপুরাবাসী


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১২ই অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:১৪

remove_red_eye

৯৯

সোহাগ মাহামুদ সৈকত, মনপুরা থেকে : মনপুরা উপজেলায় উন্নীত হওয়ার ৩২ বছর পার হলেও এখনও ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার দেড় লাখ মানুষ। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংকটে থাকা এ দ্বীপবাসী দিনে-রাতে মিলিয়ে গড়ে মাত্র তিন ঘণ্টা বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন।

ওজোপাডিকোর (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি) দুটি জেনারেটরের মাধ্যমে সর্বোচ্চ ৬০০ কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়, যেখানে প্রয়োজন কমপক্ষে ৫ মেগাওয়াট। ফলে দ্বীপবাসীর স্বপ্নের আলো আজও সীমিত পরিসরে বন্দি।

নদীভাঙন রোধ ও অবকাঠামোগত উন্নয়ন হলেও বিদ্যুৎ খাতে তেমন কোনো অগ্রগতি হয়নি মেঘনাবেষ্টিত এই উপকূলে। বিদ্যুতের দাবিতে স্থানীয়রা একাধিকবার মানববন্ধন, বিক্ষোভ ও আন্দোলন করলেও ভাগ্যের পরিবর্তন হয়নি। তবে সম্প্রতি সেই দীর্ঘ প্রতীক্ষার অবসানের আশা দেখছে মনপুরাবাসী।

সম্প্রতি মনপুরা উপজেলাকে জাতীয় গ্রিডের আওতায় আনতে কারিগরি দিক, সুবিধা ও চ্যালেঞ্জসমূহ পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট সচিব পর্যায়ের একটি প্রতিনিধি দল মনপুরা পরিদর্শন করেছে।

গত শুক্রবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের (পরিকল্পনা) অতিরিক্ত সচিব নূর আহমদ। বিশেষ অতিথি ছিলেন নবায়নযোগ্য জ্বালানি অনুবিভাগের অতিরিক্ত সচিব কেএম আলী রেজা।

অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক শেখ জাকিরুজ্জামান, নির্বাহী পরিচালক প্রকৌশলী রোকনুজ্জামান, পরিচালক মনিরুজ্জামান, পরিচালক মো. আবদুল আজিজ, উপসচিব মুহাম্মদ আনোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলী নুর মোহাম্মদ ও সিনিয়র সহকারী সচিব হাসান সাদী।

সভায় বক্তারা বলেন, “অতি শিগগিরই মনপুরার মানুষ ২৪ ঘণ্টা জাতীয় গ্রিডের বিদ্যুৎ সুবিধা পাবে। আধুনিক সভ্যতার সঙ্গে তাল মিলিয়ে আলোকিত হবে এই অবহেলিত জনপদ।

প্রধান অতিথি অতিরিক্ত সচিব নূর আহমদ বলেন, “মনপুরায় বিদ্যুৎ সংযোগের জন্য দুইটি টেকনিক্যাল রুট বিবেচনায় রয়েছে। একটি হলো তজুমদ্দিন উপজেলা থেকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে চর কলাতলী হয়ে মনপুরা পর্যন্ত সংযোগ দেওয়া। অন্যটি চরফ্যাশন উপজেলা থেকে নদীর তলদেশ দিয়ে সরাসরি সাবমেরিন ক্যাবল স্থাপন। নবায়নযোগ্য বিদ্যুতের উপযোগিতা এখানে সীমিত হলেও জাতীয় গ্রিডের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সম্ভাবনা এখন অনেক উজ্জ্বল।

সভায় স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আমীমুল ইহসান জসীম, মনোয়ারা বেগম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন ও প্রেসক্লাব সভাপতি অহিদুর রহমান প্রমুখ।


মনপুরায় মোঃ ইয়ামিন



দৌলতখানে বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহীমকে বিশাল গণসংবর্ধনা

দৌলতখানে বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহীমকে বিশাল গণসংবর্ধনা

ভোলায় জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর পরিমাণে বড় বড় পাঙ্গাশ মাছ

ভোলায় জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর পরিমাণে বড় বড় পাঙ্গাশ মাছ

ভোলায় আউটসোর্সিং প্রক্রিয়ায় লোকবল নিয়োগ বাতিলের দাবীতে স্মারকলিপি প্রদান

ভোলায় আউটসোর্সিং প্রক্রিয়ায় লোকবল নিয়োগ বাতিলের দাবীতে স্মারকলিপি প্রদান

মনপুরায় কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে গাইনী বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প

মনপুরায় কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে গাইনী বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প

ভোলা-১ আসনে বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীকে জিয়া পরিষদের সংবর্ধনা

ভোলা-১ আসনে বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীকে জিয়া পরিষদের সংবর্ধনা

ভোলায় ১২ই নভেম্বরকে উপকূল দিবস ও রাষ্ট্রীয় শোক দিবসের দাবীতে আলোচনা সভা ও র‍্যালী

ভোলায় ১২ই নভেম্বরকে উপকূল দিবস ও রাষ্ট্রীয় শোক দিবসের দাবীতে আলোচনা সভা ও র‍্যালী

ভোলা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলমগীরের পক্ষে লিফলেট বিতরণ

ভোলা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলমগীরের পক্ষে লিফলেট বিতরণ

শতবর্ষী প্যাডেল স্টিমার চালুর সিদ্ধান্তে উচ্ছ্বসিত প্রধান উপদেষ্টা

শতবর্ষী প্যাডেল স্টিমার চালুর সিদ্ধান্তে উচ্ছ্বসিত প্রধান উপদেষ্টা

গণভোট আলাদাভাবে করলে অর্থের অপচয় হবে: তারেক রহমান

গণভোট আলাদাভাবে করলে অর্থের অপচয় হবে: তারেক রহমান

চট্টগ্রামে লালদিয়া কনটেইনার টার্মিনাল : ৩০ বছরের কনসেশন চুক্তি স্বাক্ষরের পথে

চট্টগ্রামে লালদিয়া কনটেইনার টার্মিনাল : ৩০ বছরের কনসেশন চুক্তি স্বাক্ষরের পথে

আরও...