মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১২ই অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:১৪
১০১
সোহাগ মাহামুদ সৈকত, মনপুরা থেকে : মনপুরা উপজেলায় উন্নীত হওয়ার ৩২ বছর পার হলেও এখনও ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার দেড় লাখ মানুষ। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংকটে থাকা এ দ্বীপবাসী দিনে-রাতে মিলিয়ে গড়ে মাত্র তিন ঘণ্টা বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন।
ওজোপাডিকোর (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি) দুটি জেনারেটরের মাধ্যমে সর্বোচ্চ ৬০০ কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়, যেখানে প্রয়োজন কমপক্ষে ৫ মেগাওয়াট। ফলে দ্বীপবাসীর স্বপ্নের আলো আজও সীমিত পরিসরে বন্দি।
নদীভাঙন রোধ ও অবকাঠামোগত উন্নয়ন হলেও বিদ্যুৎ খাতে তেমন কোনো অগ্রগতি হয়নি মেঘনাবেষ্টিত এই উপকূলে। বিদ্যুতের দাবিতে স্থানীয়রা একাধিকবার মানববন্ধন, বিক্ষোভ ও আন্দোলন করলেও ভাগ্যের পরিবর্তন হয়নি। তবে সম্প্রতি সেই দীর্ঘ প্রতীক্ষার অবসানের আশা দেখছে মনপুরাবাসী।
সম্প্রতি মনপুরা উপজেলাকে জাতীয় গ্রিডের আওতায় আনতে কারিগরি দিক, সুবিধা ও চ্যালেঞ্জসমূহ পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট সচিব পর্যায়ের একটি প্রতিনিধি দল মনপুরা পরিদর্শন করেছে।
গত শুক্রবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের (পরিকল্পনা) অতিরিক্ত সচিব নূর আহমদ। বিশেষ অতিথি ছিলেন নবায়নযোগ্য জ্বালানি অনুবিভাগের অতিরিক্ত সচিব কেএম আলী রেজা।
অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক শেখ জাকিরুজ্জামান, নির্বাহী পরিচালক প্রকৌশলী রোকনুজ্জামান, পরিচালক মনিরুজ্জামান, পরিচালক মো. আবদুল আজিজ, উপসচিব মুহাম্মদ আনোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলী নুর মোহাম্মদ ও সিনিয়র সহকারী সচিব হাসান সাদী।
সভায় বক্তারা বলেন, “অতি শিগগিরই মনপুরার মানুষ ২৪ ঘণ্টা জাতীয় গ্রিডের বিদ্যুৎ সুবিধা পাবে। আধুনিক সভ্যতার সঙ্গে তাল মিলিয়ে আলোকিত হবে এই অবহেলিত জনপদ।
প্রধান অতিথি অতিরিক্ত সচিব নূর আহমদ বলেন, “মনপুরায় বিদ্যুৎ সংযোগের জন্য দুইটি টেকনিক্যাল রুট বিবেচনায় রয়েছে। একটি হলো তজুমদ্দিন উপজেলা থেকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে চর কলাতলী হয়ে মনপুরা পর্যন্ত সংযোগ দেওয়া। অন্যটি চরফ্যাশন উপজেলা থেকে নদীর তলদেশ দিয়ে সরাসরি সাবমেরিন ক্যাবল স্থাপন। নবায়নযোগ্য বিদ্যুতের উপযোগিতা এখানে সীমিত হলেও জাতীয় গ্রিডের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সম্ভাবনা এখন অনেক উজ্জ্বল।
সভায় স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আমীমুল ইহসান জসীম, মনোয়ারা বেগম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন ও প্রেসক্লাব সভাপতি অহিদুর রহমান প্রমুখ।
মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা
ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত
মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন
মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার
বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা
ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা
চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে : প্রধান উপদেষ্টা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু