অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


চরফ্যাসনে নিজ অর্থায়নে দুই কিলোমিটার সড়ক নির্মাণ করলেন আইনজীবী ছিদ্দিকুল্লাহ মিয়া


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই অক্টোবর ২০২৫ রাত ১০:৪৬

remove_red_eye

১৫৫

বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলা-৪ আসনে (চরফ্যাশন–মনপুরা) বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক ছাত্রদল নেতা এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া এলাকায় জনকল্যাণমূলক নানা উদ্যোগ গ্রহণ করেছেন।

জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে তিনি একদিকে যেমন গ্রামীণ সড়ক উন্নয়ন কাজে হাত দিয়েছেন, তেমনি দিনব্যাপী গণসংযোগের মাধ্যমে বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরছেন। শনিবার বিকেল ৩টায় চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভুলাকান্দি–শাহে আলম সরদার–উত্তরের খাল সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি। প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়কটি স্থানীয়ভাবে দীর্ঘদিন অবহেলিত ছিল। উদ্বোধনকালে ছিদ্দিক উল্লাহ মিয়া জানান, চরফ্যাশনের বিভিন্ন ইউনিয়নে মোট ৫০ কিলোমিটার কাঁচা সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আমি মাঠে নেমেছি। শুধু রাজনীতি নয়—জনকল্যাণই আমার রাজনীতির মূল উদ্দেশ্য। গ্রামের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। এর আগে তিনি চরফ্যাশন ও মনপুরা উপজেলায় ১০ হাজার মানুষের চক্ষু চিকিৎসা, প্রতিবন্ধীদের সেবা ও চিকিৎসা এবং দরিদ্র পরিবারের জন্য ঘর নির্মাণসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করেছেন। এবার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে মানুষের চলাচল সহজ করতে কাজ শুরু করেছেন। স্থানীয় বাসিন্দা মো. মফিজুল ইসলাম বলেন, ১৯৭০ সালের পর থেকে এই সড়কে কেউ মাটি ফেলেনি। বর্ষায় ডুবে থাকত। কিন্তু ছিদ্দিক উল্লাহ মিয়া কথা দিয়েই কাজ শুরু করেছেন। আরেক বাসিন্দা আবু তাহেরের মতে,এই সড়কটি উন্নয়ন হলে দুই হাজার পরিবার উপকৃত হবে। এদিকে শুক্রবার (১০ অক্টোবর) এডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

সকালে উপজেলার কলমী ইউনিয়নের উঠান বৈঠকে জনগণের সঙ্গে মতবিনিময়, জুমার নামাজ আদায় ও মসজিদে অনুদান প্রদানের পর বিকেলে নজরুল নগর ও চর কলমী ইউনিয়নে আরও দুটি উঠান বৈঠকে অংশ নেন। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি দক্ষিণ সুলিজ, বক্তির বাজার ও দালাল বাজার এলাকায় বিএনপির কর্মসূচির লিফলেট বিতরণ করেন। গণসংযোগে তিনি বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষি খাতে যে বিপ্লব ঘটিয়েছিলেন, আমি চাই তার ধারাবাহিকতায় কৃষকদের উন্নয়নের সুযোগ সৃষ্টি করতে। চরফ্যাশন ও মনপুরার প্রতিটি পরিবারে অন্তত একজন সদস্য যেন বিদেশে প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের সুযোগ পায়—এটাই আমার লক্ষ্য। তিনি আরও জানান, সন্তানদের শিক্ষার প্রতি যত্নবান হতে হবে।

এখন উপজেলা পর্যায় থেকেই স্নাতক পর্যন্ত পড়াশোনা সম্ভব। দিনব্যাপী এসব গণসংযোগ ও উন্নয়ন কর্মকাণ্ডে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


ভোলা জেলা মোঃ ইয়ামিন চরফ্যাসন



দেড়যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এসেছেন তারেক রহমান

দেড়যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এসেছেন তারেক রহমান

আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা

আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা

তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

নির্বাচনকে টার্গেট করে অবৈধ অস্ত্র ঢুকছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনকে টার্গেট করে অবৈধ অস্ত্র ঢুকছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানোর পরিকল্পনা নেই ইসির

মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানোর পরিকল্পনা নেই ইসির

কর্মসূচি নেই, নেতাকর্মীদের সড়ক থেকে সরে যেতে বললেন তারেক রহমান

কর্মসূচি নেই, নেতাকর্মীদের সড়ক থেকে সরে যেতে বললেন তারেক রহমান

ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ ৪ জনের নিয়োগ বাতিল

ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ ৪ জনের নিয়োগ বাতিল

মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ, সংগ্রহ করেছেন ২৭৮০ জন

মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ, সংগ্রহ করেছেন ২৭৮০ জন

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জন গ্রেপ্তার

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জন গ্রেপ্তার

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

আরও...