বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই অক্টোবর ২০২৫ রাত ১০:৪৬
১১২
বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলা-৪ আসনে (চরফ্যাশন–মনপুরা) বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক ছাত্রদল নেতা এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া এলাকায় জনকল্যাণমূলক নানা উদ্যোগ গ্রহণ করেছেন।
জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে তিনি একদিকে যেমন গ্রামীণ সড়ক উন্নয়ন কাজে হাত দিয়েছেন, তেমনি দিনব্যাপী গণসংযোগের মাধ্যমে বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরছেন। শনিবার বিকেল ৩টায় চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভুলাকান্দি–শাহে আলম সরদার–উত্তরের খাল সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি। প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়কটি স্থানীয়ভাবে দীর্ঘদিন অবহেলিত ছিল। উদ্বোধনকালে ছিদ্দিক উল্লাহ মিয়া জানান, চরফ্যাশনের বিভিন্ন ইউনিয়নে মোট ৫০ কিলোমিটার কাঁচা সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আমি মাঠে নেমেছি। শুধু রাজনীতি নয়—জনকল্যাণই আমার রাজনীতির মূল উদ্দেশ্য। গ্রামের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। এর আগে তিনি চরফ্যাশন ও মনপুরা উপজেলায় ১০ হাজার মানুষের চক্ষু চিকিৎসা, প্রতিবন্ধীদের সেবা ও চিকিৎসা এবং দরিদ্র পরিবারের জন্য ঘর নির্মাণসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করেছেন। এবার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে মানুষের চলাচল সহজ করতে কাজ শুরু করেছেন। স্থানীয় বাসিন্দা মো. মফিজুল ইসলাম বলেন, ১৯৭০ সালের পর থেকে এই সড়কে কেউ মাটি ফেলেনি। বর্ষায় ডুবে থাকত। কিন্তু ছিদ্দিক উল্লাহ মিয়া কথা দিয়েই কাজ শুরু করেছেন। আরেক বাসিন্দা আবু তাহেরের মতে,এই সড়কটি উন্নয়ন হলে দুই হাজার পরিবার উপকৃত হবে। এদিকে শুক্রবার (১০ অক্টোবর) এডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
সকালে উপজেলার কলমী ইউনিয়নের উঠান বৈঠকে জনগণের সঙ্গে মতবিনিময়, জুমার নামাজ আদায় ও মসজিদে অনুদান প্রদানের পর বিকেলে নজরুল নগর ও চর কলমী ইউনিয়নে আরও দুটি উঠান বৈঠকে অংশ নেন। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি দক্ষিণ সুলিজ, বক্তির বাজার ও দালাল বাজার এলাকায় বিএনপির কর্মসূচির লিফলেট বিতরণ করেন। গণসংযোগে তিনি বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষি খাতে যে বিপ্লব ঘটিয়েছিলেন, আমি চাই তার ধারাবাহিকতায় কৃষকদের উন্নয়নের সুযোগ সৃষ্টি করতে। চরফ্যাশন ও মনপুরার প্রতিটি পরিবারে অন্তত একজন সদস্য যেন বিদেশে প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের সুযোগ পায়—এটাই আমার লক্ষ্য। তিনি আরও জানান, সন্তানদের শিক্ষার প্রতি যত্নবান হতে হবে।
এখন উপজেলা পর্যায় থেকেই স্নাতক পর্যন্ত পড়াশোনা সম্ভব। দিনব্যাপী এসব গণসংযোগ ও উন্নয়ন কর্মকাণ্ডে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা
ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত
মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন
মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার
বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা
ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা
চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে : প্রধান উপদেষ্টা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু