অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলার রাজাপুরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৪

remove_red_eye

৫৪৮

মোঃ আমির হোসাইন, রাজাপুর থেকে: ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবদীন পণ্ডিত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক দলের নির্বাহী সদস্য ও ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ বশির আহমেদ হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, রাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান বেপারী, সাধারণ সম্পাদক ফিরোজ আখতার রুমি, ভোলা জেলা যুবদলের গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও রাজাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ তাজুল ইসলাম, এবং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ লাহাউদ্দিন সরকার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মঈনউদ্দিন দফাদার, সাবেক রাজাপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোঃ মিজানুর রহমান, এবং সাবেক ছাত্রদল সহ-সভাপতি মোঃ ইব্রাহিম সরদার।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, আলহাজ্ব গোলাম নবী আলমগীর একজন মাটির মানুষ, যিনি প্রতিহিংসার রাজনীতি করেন না এবং সর্বদা সাধারণ মানুষের পাশে থাকেন। তাঁর সঙ্গে সহজভাবে কথা বলা যায় এবং তিনি এলাকাবাসীর আস্থাভাজন নেতা।
বক্তারা আসন্ন ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাবেশটি পরিচালনা করেন ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আঃ মান্নান (দলু) জমাদার।
আয়োজনে: রাজাপুর ২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন।


রাজাপুর ভোলা সদর মোঃ ইয়ামিন



আরও...