অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলা কারাগারে বন্দিদের মাঝে টেলিভিশন বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই অক্টোবর ২০২৫ রাত ০৯:১৮

remove_red_eye

১৩৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান মঙ্গলবার (৮ অক্টোবর ২০২৫) ভোলা জেলা কারাগার পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বন্দিদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়ে চুরি, সন্ত্রাস, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, মারামারি ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কুফল সম্পর্কে উদ্বুদ্ধকরণমূলক বক্তব্য প্রদান করেন।
বন্দিদের বিনোদনের জন্য জেলা প্রশাসক কারাগারের বিভিন্ন ওয়ার্ডে ৪টি টেলিভিশন উপহার দেন। তাঁর এই উদ্যোগে বন্দিদের মধ্যে আনন্দের সঞ্চার হয়। এ সময় বন্দিরা ভবিষ্যতে মুক্তির পর স্বাভাবিক জীবনে ফিরে সমাজের উপকারী নাগরিক হিসেবে গড়ে ওঠার প্রতিশ্রুতি দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মণ্ডল, জেল সুপার জনাব শংকর কুমার মজুমদার এবং জেলা কারাগারের অন্যান্য কর্মকর্তাগণ।


ভোলা সদর ভোলা জেলা মোঃ ইয়ামিন