অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


মনপুরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৮ই অক্টোবর ২০২৫ সকাল ০৯:১৮

remove_red_eye

৯৬

কলাতলীতে কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচির আয়োজন

মনপুরা প্রতিনিধি : “একদিন তুমি পৃথিবী গড়েছ, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখব আগলে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার মনপুরা উপজেলার কলাতলী ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টায় কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি কলাতলী ইউনিয়নের মনির হাওলাদার বাজার প্রদক্ষিণ করে কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সমৃদ্ধি কর্মসূচির বাস্তবায়ন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মো. মোস্তফা মিয়া। তিনি বলেন, “প্রবীণরা সমাজের জীবন্ত ইতিহাস ও অভিজ্ঞতার ভাণ্ডার। তাদের সম্মান ও অধিকার রক্ষায় আমাদের সকলের সচেতন হওয়া জরুরি।”

আলোচনায় বক্তারা বলেন, দেশে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত বাড়লেও তাদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের উদ্যোগ এখনো পর্যাপ্ত নয়। তাই প্রবীণদের কল্যাণে সরকারি-বেসরকারি সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন মো. ফজলুল হক এবং অনুষ্ঠান পরিচালনা করেন আবদুল সালাম, স্বাস্থ্য কর্মকর্তা।

বক্তারা আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের মাধ্যমে সমাজে প্রবীণদের অবদানকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান এবং প্রবীণবান্ধব সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


মনপুরায় মোঃ ইয়ামিন



আরও...