অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে স্কুল চলাকালীন শিক্ষার্থীদের উত্ত্যক্ত করায় ৩ জন আটক


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২৫ রাত ০৮:৪০

remove_red_eye

৮৭

বোরহানউদ্দিন প্রতিনিধি : মঙ্গলবার ভোলার বোরহানউদ্দিনের একটি স্কুল চলাকালীন সময়ে শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে বি.রক্ত করার অভিযোগে তিনজন যুবককে অআটক করে ভ্রাম্যমাণ আদালত।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রণজিৎ চন্দ্র দাসের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের আটক করে। পরবর্তীতে অভিযুক্তরা নিজেদের দোষ স্বীকার করে এবং ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবে না মর্মে মুচলেকা দিলে, আদালতের নির্দেশে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।
এ সময় ম্যাজিস্ট্রেট উপস্থিত সবাইকে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার নির্দেশ দেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান। 
এ অভিযান শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি এনে দিয়েছে বলে জানান স্থানীয়রা।


বোরহানউদ্দিন মোঃ ইয়ামিন