অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট অটোরিকশা চালকের মৃত্যু


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২৫ রাত ১০:৪৩

remove_red_eye

১৪১

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানিক (৩০) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় তার পরিবারে চলছে শোকের মাতম। রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মন্তাজ মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত মানিক ওই বাড়ির প্রবাসী মো. নাছির মিয়ার বড় ছেলে। তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার মধ্যরাতে নিজের অটোরিকশা চার্জে দিয়ে ঘুমিয়ে যান মানিক।

এরপর সকালে গাড়িটি চার্জ থেকে খুলতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


তজুমদ্দিন মোঃ ইয়ামিন



আরও...