অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই বিক্রেতা আটক


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২৫ রাত ০৮:৪১

remove_red_eye

৯৯

তজুমদ্দিন সংবাদদাতা : ভোলার তজুমদ্দিনে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)অভিযান চালিয়ে ২শ পিজ ইয়াবা (মাদকদ্রব্য) সহ দুই বিক্রেতাকে আটক করেছেন। শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত ৯ টায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের বাশিগো পুল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান জানান, ভোলা জেলা গোয়েন্দা শাখার এসআই মাহমুদুল হাসান বাপ্পীর নেতৃত্বে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলেন মোঃ মনির হোসেন (২১) ও মোঃ হৃদয় (২২), উভয়ের ঠিকানা হাটশশীগঞ্জ, তজুমদ্দিন।

তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর সারণী ১০(ক) ধারায় মামলা রুজু করে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


তজুমদ্দিন মোঃ ইয়ামিন



আরও...